আমাদের কথা খুঁজে নিন

   

টার্মিনালগুলোতে শেষমুহূর্তে উপচে পড়া ভিড়

ঈদের ছুটিতে বাড়ি ফেরার শেষমুহূর্তের ভিড়ে উপচে পড়ছে টার্মিনালগুলোতে। ঢাকার মহাখালী, সায়দাবাদ, গাবতলী, কল্যানপুর বাস টার্মিনাল ও রেলস্টেশনে শেষ মুহূর্তে ঘরে ফেরা মানুষের প্রচন্ড ভিড় দেখা গেছে। মহাসড়কগুলোতে দীর্ঘ যাটজটে আটকে আছে গাড়ি। যার কারণে টার্মিনালগুলোতে দেখা দিচ্ছে গাড়ি সঙ্কট।মাওয়া-আরিচা ঘাটের দুই পারেই সৃষ্ট দীর্ঘ যাটজটে শত শত বাস অপেক্ষা করে আছে ফেরি পারাপারের। ঢাকাগামী বাস ফেরার উপরই নির্ভর করছে ফেরি পারাপারের বিষয়টি।এমনকি ট্রেনে টিকিট সঙ্কট ও সিডিউল ঘন ঘন পরিবর্তনের কারণে ভোগান্তিতে পড়ছে সাধারণ যাত্রীরা। 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।