জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই। কেউ প্রেম করে-------- কেউ প্রেমে পড়ে------- কেউ প্রেম করে কাঁদে-- কেউ প্রেম করে কাঁদায়--- কেউ প্রেম করে ছ্যাকা খায়--------- কেউ প্রেম করে ছ্যাকা দেয়--------- কেউ প্রেম করে ফাস্ট-ফুড খায়-------- কেউ প্রেম করে সিগারেট-ডাইল খায়------ কেউ প্রেম করে বাপের টাকা খরচ করে---- কেউ প্রেম করে গিফট জমা করে-------- কেউ প্রেম করে অন্যরা করে বলে-- কেউ প্রেম করে নাটক-সিনেমায় করে বলে--- কেউ প্রেম করে ইনজয় করে------ কেউ প্রেম করে সর্বনাশ করে------- কেউ প্রেম করে নিজের জীবন নষ্ট করে---- কেউ প্রেম করে অন্যজনের জীবন ধবংস করে---- কেউ প্রেম করে আত্মহত্যা করে----------- কেউ প্রেম করে বিয়ে----------- (বিয়ের আগে) ভালবাসা মহাপাপ------- প্রেম তার অভিশাপ------- ভালবাসার প্রতিফল----- মনে ব্যথা চোখে জল------
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।