টেক টিউনস বন্ধুরা
সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি Walton Primo X2 Root করার পদ্ধতি।
যারা Walton Primo X2 কিনেছেন অনেকেই হয়তো সেটটি রুট করতে পারেন নি, তাদের জন্য এই টিউন।
প্রথমেই http://www.srsroot.com থেকে ফ্রি ডাউনলোড করে নিন SRSRoot File টি।
এরপর সফটওয়্যার টি ইন্সটল করুন।
এখন সফটওয়্যার টি রান করুন।
এটি শুরুতে ইন্টারনেট কানেকশান চাইবে।
তারপর নিচের ধাপ গুলো অনুসরণ করুন।
- Step 1: Enable 'USB debugging' on your device (you can find this in the settings menu)
- Step 2: Enable 'Unknown Sources' on your device (Also under settings)
- Step 3: Connect your device to the computer (If needed install the android drivers)
- Step 4: Click on one of the ROOT Device (SmartRoot)
(বাম দিক থেকে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করুন)
সবাইকে আবারো ঈদ মোবারক জানিয়ে শেষ করছি।
ভাল লাগলে কমেন্ট করবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।