আমাদের কথা খুঁজে নিন

   

পর্তুগালকে প্লে-অফে রেখে এক যুগ পর বিশ্বকাপে রাশিয়া

ইউরোপীয় অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের ‘এফ’ গ্রুপে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পেয়েছে রাশিয়া। লুক্সেমবার্গকে ৩-০ গোলে হারানো পর্তুগালকে খেলতে হবে প্লে-অফ।
রাশিয়াকে ম্যাচের ১৫ মিনিটে অতিথিদের এগিয়ে নেন রোমান শিরোকভ। ৯০ মিনিটে আজারবাইজানের পক্ষে সমতা সূচক গোলটি করেন ভাজিফ জাভাদোভ।
৭৩ মিনিটে ম্যাক্সিম মেদভেদেভ লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় আজারবাইজান।

সে সুবিধা নিতে পারলেও রক্ষণসামলে প্রয়োজনীয় এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে ফ্যাবিও ক্যাপেলোর শিষ্যরা।
রাশিয়া এই পয়েন্ট পেয়ে যাওয়ায় দশ জনের দলে পরিণত হওয়া লুক্সেমবুর্গকে ৩-০ গোলে হারিয়েও লাভ হয়নি পর্তুগালের। আগামী মাসে অনুষ্ঠয় প্লে-অফ জিতেই তবে ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে যেতে হবে ক্রিস্টিয়ানো রোনালদোর দলকে।
মাত্র ২৭ মিনিটের মাথায় আন্দ্রে আলমেইদাকে বাজে ফাউল করে স্ট্রাইকার আউরেলিয়েন ইউয়ায়াকিম লালকার্ড দেখলে দশ জনের দলে পরিণত হয় অতিথিরা।
ক্রিস্টিয়ানো রোনালদো নিষেধাজ্ঞার কারণে খেলতে না পারায় সুযোগ পাওয়া পোর্তো ফরোয়ার্ড সিলভেস্তার ভারেলা দলকে এগিয়ে নেন।


রোনালদোর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেয়া ম্যানচেস্টার ইউনাইটেড তারকা নানি ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন। ৭৮ মিনিটে শেষ গোলটি করেন হের্দার পোস্তিগা।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.