‘দ্য হাঙ্গার গেইমস: ক্যাচিং ফায়ার’ সিনেমায় নিজের চরিত্রকে আরও বাস্তবসম্মত করে তোলার জন্য এবার কাঁচা মাছ খেতে হয়েছে জেনিফারকে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে জেনিফার বলেন, “কাঁচামাছ খেতে হয়েছে! সুশির মতো খাবারের কাঁচা মাছ নয়, সত্যিকারের কাঁচা মাছ। সিনেমায় আমি একটি মাছ ধরেছিলাম এবং ওটা আমাকে কাঁচাই খেতে হয়েছে। আর সবার অবগতির জন্য জানিয়ে রাখি, কাঁচা মাছের গন্ধ যেমন ওটা খেতেও ঠিক তেমন। ”
জেনিফার জানান, মাছটি খাওয়ার জন্য তার কলাকুশলীরা তাকে যথেষ্ট উৎসাহ দিয়েছিলেন।
তিনি বলেন, “তারা আমাকে বোঝাচ্ছিলেন এটি শুধু কাঁচা মাছ নয়, এটি সুশি। আর আমি মাছটির দিকে তাকিয়ে ভাবছিলাম, আমি মাছ খেতে একদম পছন্দ করি না। কিন্তু এরপরও আমি কোনো পরোয়া করিনি। ”
সাই-ফাই অ্যাডভেঞ্চার সিনেমা ‘দ্য হাঙ্গার গেইমস’-এর সিকুয়েল ‘দ্য হাঙ্গার গেইমস: ক্যাচিং ফায়ার’-এ ক্যাটনিস এভারডিনের চরিত্রে আরও একবার অভিনয় করেছেন জেনিফার। সিনেমাটি মুক্তি পাবে ১১ নভেম্বর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।