আমাদের কথা খুঁজে নিন

   

বিষয়টা যখন স্পট ফিক্সিং

ভাবনার জগত পৃথিবীর তুলনায় এক অপরিসীম মহাসাগর। পৃথিবীকে বলি, আমাকে ভাবতে দাও। আমাকে ভাবতে দাও। আমাকে ভাবতে দাও। অতীত , বর্তমান আর ভবিষ্যৎ কে নিয়ে আমি ভাবতে চাই।

তবে নিজের ভাবধারায়। আমি আমার পথের সূচনা করবো ভাবনার জগত এর মধ্য দিয়ে। বিষয়টা যখন স্পট ফিক্সিং: আকসু এবং প্রথম আলো থেকে একটু তুলে দিলাম, "ঘটনার শুরু অবশ্য এবারের বিপিএল শুরুর আগেই। । আকসুকে আশরাফুল জানিয়েছেন, এ বছর বিপিএলের নিলামের আগে ঢাকা গ্ল্যাডিয়েটরস এর মালিক সেলিম চৌধুরীর কাছে ২০১২ বিপিএলের পাওনা চাইলে তিনি তাকে বনানীর অফিসে যেতে বলেন।

। সেখানে সেলিম চৌধুরী আশরাফুলকে বলেন, "এবার বিপিএলে বেশ কয়েকটি ম্যাচ ইচ্ছা করে হারতে হবে। । তাহলে ঢাকা গ্ল্যাডিয়েটরস দলের খেলোয়াড়দের গতবারের বকেয়া সহ এবারের চুক্তির সব টাকা সময় মত পরিশোধ করতে পারবে। ।

এবার আসি আমার কথায়ঃ উপরোক্ত ঘটনা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমার মতে আশরাফুল অপরাধী নয়... নিজ দৃষ্টিকোন থেকে ভাবেন... দেশে কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে... আমরা নিশ্চুপ...আশরাফুলের মত খেলোয়াড়েরা, যারা আমাদের আনন্দ দেয়ার জন্য খেলে, যারা আমাদের নাম উজ্জ্বল করে, আমরা এমনই জাতি যে তাদের পারিশ্রমিক বুঝিয়ে দিতে পারি নাহ। । শুধু পারি দোষ করলে গালি দিতে...আমাদের শুধু মুখ আছে,মন নেই... যেদিন আশরাফুল ভাল করবে সেদিন জাতি মাথায় তুলে নাচবে যেদিন খারাপ খেলবে, সেদিন পায়ের তলে ফেলে মাড়িয়ে চলে যাবে...আমি ব্যাক্তি আশরাফুলকে চিনি নাহ। । তাই তার চরিত্র কীরকম সেই ব্যাপারে কোনো মন্তব্যতে আমি যাব না... শুধু ঘৃনা করব, নিজেকে, জাতিকে।

। আমরা কতটা অকৃতঘ্ন... আমরা লাভের অংশটা পকেটে তুলে নিয়ে পারিশ্রমিকের কথা ভুলে যাই... আর আমরা বলি আশরাফুল স্পট ফিক্সিং করেছে... কিন্তু কেন করেছে টা জানতে চাই না... আমাদের ফাসী দেয়ার জন্য অপরাধী হলেই চলে...... বার্সা রিয়ালের ভক্তরা দূর স্পেনের সব খবর রাখতে পারে। । ফেইসবুকে গ্রুপ খুলে মা বাবা তুলে গালি দিতে পারে...মেসি রোনালদোর না জানা তথ্য নিয়ে ফেইসবুকে লাইক চাইতে পারে... মেসি রোনালদোদের জন্য নিজের মান সন্মানের মায়রে বাপ করতে পারে...কিন্তু নিজ দেশের গর্ব আশরাফুলের খোজও নিতে পারে নাহ... আশরাফুল,আমি লজ্জিত এবং ক্ষমাপ্রার্থী। ।

সাথে ছিলাম, সাথে আছি এবং সাথে থাকব। । আমি শাস্তি চাই, তাদের। । যাদের কারনে আশরাফুলদের মত ছেলেদের এই কাজ করতে হয়।

। আশরাফুলের নাহ। । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।