আমাদের কথা খুঁজে নিন

   

আন্তরিকতাকে দুর্বলতা ভাববেন না: কাদের

বহুল প্রত্যাশিত ফোনালাপে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধীদলীয় নেতাকে হরতাল প্রত্যাহার করে আলোচনার জন্য সোমবার গণভবনে আমন্ত্রণ জানান।
জবাবে খালেদা জিয়া এই মুহূর্তে হরতাল প্রত্যাহার সম্ভব নয় জানিয়ে তিন দিনের কর্মসূচির পর আলোচনায় বসতে রাজি আছেন বলে জানান।
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের রোববার সাংবাদিকদের বলেন, “এখন বল খালেদা জিয়ার কোর্টে। আশা করি, তিনি ইতিবাচক সাড়া দেবেন। ”
নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে দুই দলের বিপরীত অবস্থানের মধ্যে সব মহলের প্রত্যাশার মধ্যে বিএনপি চেয়ারপারসনকে ফোন দেন আওয়ামী লীগ সভানেত্রী।


বিএনপি নির্দলীয় সরকারের অধীনে দশম সংসদ নির্বাচন চায়। অন্যদিকে আওয়ামী লীগ সংবিধান অনুসরণের কথা বললেও নির্বাচনকালীন সর্বদলীয় সরকারেও তাদের আপত্তি নেই।
হরতাল শেষে আওয়ামী লীগ আবার সংলাপের আমন্ত্রণ জানাবে কি না- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “জনগণ স্বস্তির সুবাতাস চায়। আশা করি, তারা আমন্ত্রণ গ্রহণ করে সংলাপের পথ প্রশস্ত করবেন, দেশবাসীকে অনিশ্চয়তা ও অস্থিরতা থেকে মুক্তি দেবেন।
“সদিচ্ছা ও আন্তরিকতা থাকলে সময় কোনো ব্যাপার না, খালেদা জিয়া সাড়া দিলে সব কিছুই সম্ভব।


বিরোধী দলকে সতর্কও করেন দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের।
“সরকার আন্তরিক, তবে আন্তরিকতাকে বিরোধী দল দুর্বলতা ভাবলে তারা এখনো চাঁদের জগতে মোমের পুতুল হয়ে বসবাস করছেন। ”
খালেদা জিয়া যদি সংলাপে না আসেন, তাহলে কী হবে- জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, “যদি না আসেন এ কথাটা বলতে চাই না। হতাশ হওয়ার কিছু নেই, আশা করি তাদের শুভ বুদ্ধির উদয় হবে। ”
গত পৌনে ৫ বছরে হরতালে কোনো দাবি আদায় হয়নি মন্তব্য করে তিনি বলেন, “বোমা মেরে মানুষ খুন করা আর জনগণকে কষ্ট দেয়া ছাড়া কিছু হয়নি।


“যে জনগণের জন্য রাজনীতি, সে জনগণকে কষ্ট দিলে তারা জনবিচ্ছিন্ন হয়ে যাবে। ”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.