সংবাদ সংস্থা বিবিসি প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, গুগল ক্রোম ওয়েব ব্রাউজার এমনই এক প্রযুক্তি আবিষ্কার করেছে যাতে ‘সুপারভাইসড ইউজার’ নামের প্রযুক্তিতে পরিচিতদের প্রোফাইল পর্যবেক্ষণের সুবিধা রয়েছে।
নতুন ওই প্রযক্তি ব্যবহারে নিয়ন্ত্রণকারী যে কোনো সময় সুপারভাইসড ইউজারের ব্রাউজিং ইতিহাস থেকে, নির্দিষ্ট সাইট বন্ধ এবং যে কোনো রিকোয়েস্ট অনুমোদনও করতে পারবে।
ওই সুবিধা উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স অপারেটিং সিস্টেমে ব্যবহার করা যাবে। গুগল জানিয়েছে নতুন প্রযুক্তিটি ব্রাউজার ব্যবহারকারীদের জন্য ব্যবহৃত হবে, যেখানে ম্যানেজার বা অভিভাবক অনুপযোগী সাইটগুলো বন্ধ করে দিতে পারবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।