আমাদের কথা খুঁজে নিন

   

প্রলাপঃ২য় অধ্যায়

আমি মনে প্রানে আওয়ামীলীগ , আমি মনে প্রানে বিএনপি, আমি মনে প্রানে জাতীয় পার্টি, আমি মনে প্রানে বিকল্প ধারা । না........................................................................... আমি মনেপ্রানে বাংলাদেশী

সীমান্ত শোন । ঃহা শুনছি । আমাকে দুটো পাখা এনে দিবি? ঃকি করবি? আমার না খুব উড়তে ইচ্ছে করছে । ঃকিভাবে উড়বি ? মানুষ তো উড়তে পারে না । চল তুই আর আমি প্লেনে ঘুরে আসি কোথাও । তুই আর আমি? প্লেনে চড়তে হলে তোকে কেন লাগবে ? ঃ কেন আমি নই কেন? তোর কি যোগ্যতা? ঃআচ্ছা তুই এতে আমার অযোগ্যতার কি পেলি? তুই যেদিন বুজবি সেদিন তোকে নিয়েই উড়ব অনেক দূর । সীমান্ত মেয়েটার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে খুজতে থাকে যার হাতের সাঁচে গড়া সে তাঁর সাথে প্লেনে উড়তে কি যোগ্যতা লাগবে ওর । জীবনে ক্লাসের পরীক্ষায় দ্বিতীয় না হলেও তাঁর সবচেয়ে পরিচিত সবচেয়ে কাছের মানুষের পরীক্ষায় কখনো পাশ করতে পারেনি । সীমান্ত আকাশের মাঝে আজও তাঁর সীমাটা খুজতে থাকে...

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.