জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল (Google.com) তাদের অন্যতম আবিস্কার ‘অ্যান্ড্রয়েড’ (Andorid)। যা প্রতিনিয়তই আপগ্রেড হচ্ছে। আর এ কারণেই ব্যবহারকারীদের মধ্যে দেখা যাচ্ছে ভিন্নতা। কেউ জিঞ্জারব্রেড (Gingerbread), কেউ আইসক্রিম স্যান্ডউইচ(Ice Cream Sandwitch), আবার কেউবা জেলী বিন (Jelly Bean) ব্যবহার করছে। আর এক্ষেত্রে, অ্যান্ড্রয়েডের ভার্সনগুলোর ভিন্নতার পাশাপাশি এদের আইকন, কীবোর্ড ইত্যাদির মধ্যেও দেখা যায় বিভিন্ন ধরনের পরিবর্তন। বিভিন্ন ধরনের ভার্সনের পরিবর্তনের অনেকের কাছে ফোনের সবচেয়ে প্রয়োজনীয় কীবোর্ডটি অনেক সময়ই পছন্দ হয় না বা স্বাচ্ছন্দ্যবোধ করে না। সবার কাছে গ্রহনযোগ্য আর বিশ্বব্যাপী জনপ্রিয় একটি কীবোর্ড শেয়ার করব আপনাদের সাথে। ‘কাই কীবোর্ড’
যেসব সুবিধাসমূহ পাওয়া যাবে:-
১. সহজ নেভিগেশন (Easy Navigation),
২. স্যুইফ্ট কী (Swiftkey),
৩. ৮টি বিল্ট-ইন এইচডি থিম (Built-in HD Themes)
৪. কীবোর্ডের লে-আউটের আকারে পরিবর্তন (Keyboard Layout Size),
৫. ভাইব্রেশন- ভাইব্রেশন রেটে পরিবর্তন (Vibration),
৬. অতিরিক্ত অ্যারো কী রো (Extra Arrow Key Row),
৭. অতিরিক্ত নাম্বার কী রো (Extra Number Key Row),
৮. প্রেডিকশন সুবিধা (Prediction),
৯. কীবোর্ড লে-আউটসমূহ আইওএস ৬ (IOS6), পিসি (PC), কম্প্যাক্ট কোয়ার্টি (Compact Quarty), ডিভিওর্যাক (Dvorak), এজার্টি (Azarty), কোলম্যাক (Colemak),
১০. ফন্ট (Font) এবং কালারে পরিবর্তন (Colour),
১১. কীবোর্ডের লে-আউটে ইচ্ছে মতো ছবি ব্যবহারের সুবিধা,
১২. জেলী বিন (Jelly Bean) লেটেস্ট ভার্সন ৪.২ কীবোর্ড ইত্যাদি
উপরোক্ত সুবিধাসমূহ ছাড়াও আরো অনেক সুবিধা রয়েছে কীবোর্ডটিতে।
অ্যাপটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
‘কাই কীবোর্ড’
আমাদের সাথেই থাকুন, আমরা এমন আরো দরকারি অনেক অ্যাপস্ শীঘ্রই আসছি!
আমাদের ফেসবুক পেজ পিসি হেল্প (টিপস্ এন্ড ট্রিকস্)
সৌজন্যে: পিসি হেল্প (টিপস্ এন্ড ট্রিকস্)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।