আমাদের কথা খুঁজে নিন

   

এ সময়ের সেরা চার অ্যান্ড্রয়েড স্মার্টফোন

বর্তমানে স্মার্টফোনের বাজার দখল করে রেখেছে অ্যান্ড্রয়েড। এ সময়ের সেরা চার অ্যান্ড্রয়েড স্মার্টফোনের খবর জানিয়েছে সিনেট।
স্মার্টফোন নির্মাতারা গুগলের উন্মুক্ত এ অপারেটিং সিস্টেম ব্যবহার করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্মার্টফোনের বাজার তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেটে হিসাবে সেরা চারটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন হচ্ছে স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৪, সনির এক্সপেরিয়া জেড, এইচটিসির এইচটিসি ওয়ান ও এলজির এলজি অপটিমাস জি প্রো।
চলতি বছরের জুন মাসে সেরা স্মার্টফোন রিভিউগুলো বিশ্লেষণ করে স্মার্টফোনের রেটিং দিয়েছে রিভিউজিস্ট নামের একটি ওয়েবসাইট।

এ রেটিং অনুযায়ী শীর্ষ চারটি স্মার্টফোনের মধ্যে প্রতিযোগিতা এখন তুঙ্গে।

গ্যালাক্সি এস ৪
অ্যান্ড্রয়েডনির্ভর স্মার্টফোনের বাজারে বর্তমানে স্যামসাং শীর্ষে। স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের সর্বশেষ স্মার্টফোন এস ৪ বাজারে সাড়া ফেলেছে নিঃসন্দেহে। বাজারে আসার তিন মাসের মধ্যে সারা বিশ্বে এ স্মার্টফোনটি বিক্রি হয়েছে দুই কোটি ইউনিটেরও বেশি। উন্নত ক্যামেরা ও সফটওয়্যার এ স্মার্টফোনটিকে অন্যান্য স্মার্টফোনের চেয়ে এগিয়ে রেখেছে।


এ বছরের ১৪ মার্চ নিউইয়র্কের একটি অনুষ্ঠানে জনপ্রিয় গ্যালাক্সি সিরিজে নতুন স্মার্টফোন ‘এস ৪’ বাজারে আনার ঘোষণা দিয়েছিল স্যামসাং। স্মার্টফোনটিতে আইট্র্যাকিং এবং জেশ্চার কন্ট্রোল বা অঙ্গভঙ্গি শনাক্ত করার প্রযুক্তি রয়েছে।
অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমনির্ভর ‘গ্যালাক্সি এস ৪’ হচ্ছে বাজারের জনপ্রিয় ‘গ্যালাক্সি এস ৩’ স্মার্টফোনটির পরবর্তী সংস্করণ। ৪ দশমিক ৯৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে দুই গিগাবাইট র্যাম, ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং হাই ডেফিনেশন বা এইচডি মানের ভিডিওর সুবিধা রয়েছে। স্মার্টফোনটিতে আই স্ক্রল ও ফ্লোটিং টাচ সুবিধা রয়েছে।

ফলে চোখের ইশারা ও অঙ্গভঙ্গি শনাক্ত করতে পারে।

এইচটিসি ওয়ান
গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনটির শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে ধরা হচ্ছে এইচটিসির তৈরি ‘এইচটিসি ওয়ান’ স্মার্টফোনটিকে। তাইওয়ানের স্মার্টফোন নির্মাতা এইচটিসির তৈরি আলোচিত স্মার্টফোন হচ্ছে ‘এইচটিসি ওয়ান’। ফেসবুকের ‘হোম’ সফটওয়্যারটি প্রথম এইচটিসি ওয়ান স্মার্টফোনটিতেই যুক্ত হয়। এক দশমিক সাত গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসরের ও এক গিগাবাইট র্যামের স্মার্টফোনটি অ্যান্ড্রয়েডনির্ভর।

এইচটিসির এ স্মার্টফোনটিকে বলছে ‘আলট্রা-পিক্সেল’ ক্যামেরাযুক্ত স্মার্টফোন। মেগাপিক্সেল সেন্সরের কয়েকটি স্তর মিলে তৈরি হয় আলট্রা-পিক্সেল। চার দশমিক সাত ইঞ্চি ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে ১০৮০ পিক্সেল ফরম্যাট অর্থাত্ হাই ডেফিনেশন মানের ভিডিও দেখা যায়।

সনি এক্সপেরিয়া জেড
বাজারের আলোচিত আরেকটি স্মার্টফোন হচ্ছে সনির এক্সপেরিয়া জেড। অ্যান্ড্রয়েড জেলিবিননির্ভর স্মার্টফোনটিতে রয়েছে এক দশমিক পাঁচ গিগাহার্টজের কোয়াড কোর প্রসেসর।

পানিরোধী সুরক্ষাযুক্ত এ স্মার্টফোনটি ময়লা হলে পানি দিয়ে ধুয়েও ফেলা যায়। স্মার্টফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা। এ ছাড়া সনি ব্রাভিয়া টেলিভিশনের প্রযুক্তি এ স্মার্টফোনের ভিডিও দেখার সুবিধা হিসেবে যুক্ত রয়েছে। শূন্য দশমিক তিন ইঞ্চি পুরুত্বের এ স্মার্টফোনটি ফোরজি সমর্থন করে। অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সাম্প্রতিক সেরা চারটি স্মার্টফোনের মধ্যে এক্সপেরিয়া জেড সবচেয়ে হালকা-পাতলা।



এলজি অপটিমাস জি প্রো
ট্যাবলেট ও স্মার্টফোন চালানোর অভিজ্ঞতা একসঙ্গে দিতে পারে এলজির অপটিমাস জি প্রো স্মার্টফোনটি। সাড়ে পাঁচ ইঞ্চি মাপের ডিসপ্লেতে ১০৮০ পিক্সেল সমর্থন করে। এক দশমিক সাত গিগাহার্টজ কোয়াড কোর গতির প্রসেসর, দুই গিগাবাইট র্যাম রয়েছে স্মার্টফোনটিতে। এ স্মার্টফোনটিতে চোখের ইশারায় ভিডিও নিয়ন্ত্রণ করার প্রযুক্তি রয়েছে।

আরও পড়তে ক্লিক করুন
" target="_blank" class="cGreen"> এ সময়ের আলোচিত আট স্মার্টফোন।

সোর্স: http://www.prothom-alo.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।