হরতালের শেষ দিনে মৌলভীবাজার বড়লেখা উপজেলায় ছাত্রলীগ ও ছাত্রশিবির সংর্ঘষে ৫ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদশীরা জানায়, সকাল ১১টায় উপজেলার জামতলায় ১৮ দলীয় জোট পিকেটিং কালে ছাত্রলীগ হামলা করলে উভয় পক্ষ সংর্ঘষে জড়িয়ে পড়ে। সংর্ঘষে ছাত্রশিবিরের রুহুল আমিন, ফয়ছল আহমদ ও ছাত্রলীগের গৌছ মিয়া, সুমন আহমদ, ফরহাদ হোসেন মারাত্মক আহত হয়।
ছাত্রলীগের আহত কর্মীদের সিলেট ওসমানি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দাশের বাজারে আবারো হরতাল সর্মথনকারিরা হামলা চালায়। খবর পেয়ে আওয়ামীলীগ ও ছাত্রলীগ কর্মীরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাদের ধাওয়া করলে হরতালকারিরা পালিয়ে যায়।
এছাড়া রাজনগর উপজেলায় হরতালের প্রতিবাদে দুপুর ১২টায় উপজেলা চেয়ারম্যান মিসবাহুদ্দোজা ভেলাইয়ের নেতৃত্বে ১৪ দলীয় জোট মোটর সাইকেল ও সিএনজি নিয়ে শোডাউনসহ মিছিল সমাবেশ করেছে। কুলাউড়া উপজেলায় ১৮দলীয় জোট এডভোকেট আবেদ রাজা ও শাহিনের নেতৃত্বে হরতালের সমর্থনে এবং ১৪ দলীয় জোট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকের নেতৃত্বে হরতালের প্রতিবাদে মিছিল সমাবেশ করেছে।
অপরদিকে ১৮ দলীয় জোট জেলাশহরে ভোর থেকেই মিছিল সমাবেশ চালিয়ে যাচ্ছে। বিকাল ৩ টা পর্যন্ত জুগীডর এলাকায় ১টি মাছবাহী পিকআপ ভ্যান ভাংচুর করেছে পিকেটাররা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।