এখানে আসার জন্য আপনাকে ধন্যবাদ
আজকে শেষ বিকেলে বেলকুনিতে গেলাম, যেয়ে মনটা ভাল ফ্রেস হয়ে গেল। প্রথমে আশে-পাশে একটু তাকিয়ে দেখলাম। ব্যতিক্রম কিছু দেখলাম না।
আমাদের বাসার পাশে মাটি খোরা হচ্ছে বিল্ডিং এর কলাম তোলার জন্য। হঠাৎ খেয়াল করলাম এককোনায় থেকে উইপোকা ওরাওরি করতেছে।
কিছুক্ষণের মধ্যেই সেখানে কিছু বুলবুলি পাখি চলে আসলো। বেশ কতগুলো, প্রায় ১০-১২ টি তো হবেই। কেন তারা আসছে তা নিশ্চয় বুঝতে পাচ্ছেন। হ্যাঁ ভূরি-ভোজ করতে। তারা উই পোকা গুলোকে ঘিরে বসে গেল, কেউ পাশের বাসার টিনের চালে, কেউ আমাদের বাসার ছাদের কার্ণিসে, কেউবা ওপাশে সদ্য বেড়ে ওঠা গাছগুলোয়।
উরে এসে একটা করে ধরছে আবার উরে গিয়ে বসে পরছে। এভাবেই চলছে। আর আমি দোতলার বেলকুনিতে দারিয়ে তা দেখছি। অনেক দিন পর এতগুলো বুলবুলি পাখি দেখলাম একসাথে। পাখিদের এমন ওরাওরি দেখতে আমার বেশ ভালই লগছিল।
হঠাৎ দেখালাম একটা দোয়েল সম্প্রদায়ের এক সদস্য এসে যোগদিল। কিন্তু সংখ্যা লঘু বলে কোন প্রকারেই সুবিধা করতে পারলো না দোয়েটি!
তাকে তারিয়ে দেয়া হল। কিছুক্ষন পরে আবার এসে টিনের চালটায় এসে বসে নিরবে ওদের ভূরি-ভোজ দেখতে লাগল। একবার আরেকটা চান্স নেয়ার চেস্টা করল কিন্তু আবারো তাকে তারিয়ে দেয় হল।
কিছুক্ষনরে মধ্যে খাবার কামে আসলো।
তখন অবাক হয়ে লক্ষ করলাম বুলবুলি গুলো নিজেদের মধ্যেই মারা-মারি শুরু করে দিয়েছে।
আমি শুধু অবাক হয়ে দেখলাম.......প্রকৃতির নিয়ম....অথবা বিধাতার খেলা......
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।