গত কয়েকদিনে কত হাজার যানবাহন ভাংচুর হয়েছে, কত
বাহনে আগুন দেয়া হয়েছে তার কোন হিসাব আছে?
কারা ভেঙেছে সেটা ও অজানা নয় ৷ কোন উপলক্ষকে কেন্দ্র
করে ভেঙেছে সেটা ও দিবালোকের ন্যায় পরিষ্কার ৷
যারা ভেঙেছে তাদের ৯৮ পার্সেন্ট জেনারেল শিক্ষিত ৷ কিন্তু
কোন ওসি, স্যাব অফিসার, পুলিশের
মহাপরিদর্শককে কি একথা বলতে শোনা গেছে যে পিকেটারদের
মাঝে জঙ্গী জঙ্গি ভাব ছিল? না ৷
আচ্ছা, আপনিই বলুন বুকে হাত দিয়ে মুফতি আমিনীর ৪ এপ্রিলের
হরতাল এবং হেফাজতের ৮ এপ্রিলের হরতালে কতগুলো যানবাহন
ভাঙা হয়েছিল? কত মানুষ নিহত হয়েছিল? তারপর ও কতক
নরাধম, পিশাচ, মিথ্যুক আওয়ামী লীগের দালাল
ওসিকে নির্লজ্জের মত বলতে শোনা গেছে যে "হরতালকারীদের
মাঝে জঙ্গি জঙ্গি ভাব ছিল "৷ কেন এই মিথ্যাচার?
যে জাতি তার সম্মানিত মানুষদের কে এভাবে অপমান করে তাদের
কপালে অবশ্যই শনি আছে ৷
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।