আমাদের কথা খুঁজে নিন

   

ফৈল্যা ছি দিয়ে যাই, বৌয়ের মাথায় তেল দিয়ে যাই

মুসাফির। হাঁটছি পৃথিবীর পথে পথে, অনিশ্চিত গন্তব্যে। কাগজের নৌকা দিয়ে সাগর পাড়ি দেবার দুরন্ত প্রয়াস।

আমি মূলত আমার ব্লগের একজন সাধারণ ব্লগার। সামুতে অনেক চেষ্টার পর চান্স লইলাম।

ইচ্ছে ছিল সর্ববৃহৎ ও জনপ্রিয় বাংলা ব্লগ সামুতেই ব্লগ জীবনটা শুরু করব। কিন্তু বহু চেষ্টা-আন্তরিকতা সত্তেও জানা আপার স্বৈরাচারিতার কারণে প্রথম পৃষ্ঠায় চান্স পাইনি। শেষ পর্যন্ত আমুতে ধাতস্থ হই। সেখানে অনেক সময় নষ্ট করে মোটামুটি একটা অবস্থান তৈরি করতে সক্ষম হই। এ ফাঁকে সামুতে দ্বিতীয় আইডি খুলি।

এটা শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে এই প্লাটফরমে একত্রিত হতে সাহায্য করে। কিন্তু জানি না এখানে প্রচুর সময় দিয়ে একটা অবস্থান তৈরি করতে পারব কি না। কারণ যদিও ব্লগিং করতে চাই, কিন্তু আবুল-তাবুল লিখে সময় নষ্ট করতে চাই না। সরি, মাইন্ড খাইবেন না, আমি আবার একটু আধ্যাত্মিক টাইপের। চান্স পেয়ে কিছু পুরাতন লেখা পোস্ট করলাম, কারণ নতুন লেখা এত কষ্ট করে লিখব, আর পড়বে মাত্র ১০/১২ জন! ওফ, ভাবতেই দুক্কু লাগে।

কিন্তু কি আর করা, ব্লগ তো ব্লগই। এখানে ভাবসাব চলে না, কিছু নতুনভাবে বলতেই হয়, তা আমার কাছে যতই অপ্রয়োজনীয় মনে হোক। তাই নতুন একটি লেখা দিলাম। শিরোনামটি- ছোটবেলায় যখন "মাংসের টুকরা" খেলতাম, প্রথম ছি দিতে হতো এভাবে, ফৈল্যা ছি দিয়া যাই, বৌয়ের মাথাত তেলদা' যাই। আমাদের আঞ্চলিক ভাষা, সেখান থেকে নেয়া।

এছাড়া আমি মূলত আধ্যাত্মিক, তাত্ত্বিক ও গভীর তাৎপর্যপূর্ণ লেখা লিখতে ভালোবাসি। যা অধিকাংশই জীবনের গভীর উপলব্ধি থেকে, যদিও তেমন লেখার বর্তমান চাহিদা কম, তবে প্রয়োজন বেশি। অবশ্য মাঝে মধ্যে রাজনৈতিক লেখাও লিখে থাকি, তা প্রকৃতপক্ষে মানবতা থেকে উৎসারিত। যাহোক, আশা করি সবার সহযোগিতা পাব। বাংলা ব্লগে আমার যাত্রা কতগুলো চ্যালেঞ্জ নিয়ে।

সেগুলো এখনো সামনে আছে। বিষয়গুলো সহব্লগারদের নিকট ধীরে ধীরে বলতে হবে। তবে তার জন্য শর্ত, ব্লগ জগতে নিজের একটা মোটামুটি অবস্থান তৈরি করা। আমার ব্লগ ডটকমে সেটা আমার আছে। তবে সেখানে আমি স্বাচ্ছন্দবোধ করি না।

অবশ্য যেহেতু সেখানে আমার প্রচুর সময় কেটেছে ও অনেকের সঙ্গেই মতবিনিময় হয়েছে, তাই এখানে ও সেখানে- দু'জায়গাতেই সমানতালে চালিয়ে যেতে চাই। আবার এক্ষেত্রে দু'টো বিপরীতমুখী উপসর্গও নিশ্চয় কাজ করবে। এক. যেখানে বেশি সাড়া পাওয়া যায়, দুই. যেখানে সমস্যা বেশি এবং সেই তুলনায় আলোচক কম। জানি না কখন কোনটা অনুসরণ করব। যদি প্রথম থেকেই সামুতে চান্স পেতাম, তাহলে আমুতে হয়তো কখনোই আমার যাওয়া হতো না।

অথচ আমার প্রয়োজনটা বেশি কিন্তু আমুতেই। কেননা সেখানে খুব বেশি পক্ষপাতিত্ব করা ও বিভ্রান্তি ছড়ানো হয়, বিপরীতে কেউ মোকাবেলা করতে পারে না। যাহোক, সবার সহযোগিতা ও সমালোচনা প্রত্যাশা করি। ধন্যবাদ সামুর ব্লগারবৃন্দ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.