আমাদের কথা খুঁজে নিন

   

চলচ্চিত্রেই নিয়মিত হব

‘জিরো ডিগ্রি’ ছবিতে তো চিত্রনায়িকা মৌসুমীর জায়গায় অভিনয় করছেন।

এ বছরের মে মাসে  ছবিটির প্রযোজকের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর কয়েক মাস আর কোনো খবর ছিল না। পরে জানতে পারি মৌসুমী আপু অভিনয় করবেন। হঠাত্ করেই এ মাসের শুরুর দিকে ‘জিরো ডিগ্রি’ ছবির সংশ্লিষ্টরা যোগাযোগ করেন।

তারপর তাদের সঙ্গে ছবি নিয়ে আবার আলোচনা শুরু হয়। অবশ্য এতেই কিন্তু নির্বাচন চূড়ান্ত হয়নি। ছবিটির জন্য আমাকে অডিশন দিতে হয়েছে।

ছবির গল্প আপনার কেমন লেগেছে?

অনিমেষ আইচ আমার অনেক পছন্দের নির্মাতা। তিনি বেশ নিরীক্ষাধর্মী কাজ করে থাকেন।

ইচ্ছা ছিল, তার পরিচালনায় কোনো কাজ করার আর তা হতে যাচ্ছে বড়পর্দায়। খুবই চ্যালেঞ্জিং একটি চরিত্র। অভিনয়ের অনেক বেশি সুযোগ আছে। আমি অনেক বেশি হ্যাপি।

গল্পটি কেমন?ছবির স্বার্থে অনেক কিছুই বলতে চাচ্ছি না।

শুধু এটুকুই বলব, আমার চরিত্রের নাম নীরা। ছবিতে আমাকে মাহফুজ আহমেদের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এটি তার সঙ্গে আমার প্রথম অভিনয়।

‘মায়ানগর’ ছবিতে কি আপনি একই ধরনের চরিত্রে অভিনয় করছেন?

না, ‘মায়ানগর’ সিনেমায় রমা নামে এক মডেলের চরিত্রে অভিনয় করেছি। এখানে আমি একজন জনপ্রিয় র্যাম্প মডেল।

সিনেমার আরেক নায়িকা নিপুণকে আমি র্যাম্প মডেলিংয়ে প্রশিক্ষণ দিই। প্রশিক্ষণ শেষে নিপুণ একদিন জনপ্রিয় মডেল হয়ে ওঠে। এভাবেই পাল্টে যায় নিপুণের জীবনচিত্র।

কলকাতার ছবিতে কাজ করা প্রসঙ্গে যদি কিছু বলতেন?

ফেসবুকের মাধ্যমে কলকাতার প্রডাকশন হাউস বিজনেস ফিল্মের সঙ্গে আমার যোগাযোগ ছিল। এ প্রতিষ্ঠানের ব্যানারে ‘স্পর্শ’ সিনেমাটি নির্মাণ করবেন মহুয়া এমনই কথা ছিল।

মহুয়ার সঙ্গে সে সূত্রেই পরিচয়। মহুয়া তার সিনেমার নায়িকা চরিত্রের জন্য আমাকে নির্বাচিত করলেন। নানা ইস্যুতে  বিজনেস ফিল্মের সঙ্গে চুক্তি বাতিল করেন মহুয়া। কিন্তু নায়িকা চরিত্রে কোনো রদবদল করলেন না তিনি। ‘স্পর্শ’ নির্মাণের সময় মহুয়া বলেন, পরবর্তী সিনেমা ‘গ্ল্যামার’-এর নায়িকাও ‘তুমি’।

দুটি সিনেমায় আমার নায়ক পরমব্রত।

নাটক না চলচ্চিত্রে নিয়মিত হচ্ছেন?

কোনো পরিকল্পনা করে টিভি নাটকে আসিনি। ব্যাপারটা হুট করে হয়ে গেছে। ভালো চিত্রনাট্য, নির্মাতা পেয়েছি বলেই অভিনয় করেছি। ভবিষ্যতেও একই ধারা অব্যাহত থাকবে।

কিন্তু আমি চলচ্চিত্রেই নিয়মিত হতে চাই।

আপনার মিডিয়া যাত্রা র্যাম্পের মাধ্যমে। র্যাম্প নিয়ে কী ভাবছেন?

নাটক, সিনেমার ব্যস্ততার পরও বলব, র্যাম্পই আমার আসল জায়গা। র্যাম্পই আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। যাই করি না কেন, র্যাম্প ছেড়ে যাব না।

র্যাম্পের সিনিয়র মডেল হিসেবে দায়িত্বও অনেক। র্যাম্পে নবাগতদের জন্য ‘রুহু ২৫’ নামে একটি প্রতিষ্ঠান আছে আমার। এখানে তাদের র্যাম্পের নানা দিক নিয়ে প্রশিক্ষণ দিই।  

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.