যৌন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন 'আয়েশা'খ্যাত বলিউড অভিনেত্রী সোনম কাপুর। সম্প্রতি ভারতের মুম্বাইয়ে এক নারী ফটো সাংবাদিককে যৌন নির্যাতনের প্রতিবাদে রাস্তায় নামেন তিনি। ২৪ অক্টোবর সন্ধ্যায় ভারতের মুম্বাইয়ে ২২ বছর বয়সী এক ফটো সাংবাদিক ধর্ষণের শিকার হন। এরপর শহরজুড়ে তোলপাড় শুরু হয়। এ ঘটনার প্রতিবাদে সোনমকে মুম্বাইয়ের রাস্তায় দাঁড়িয়ে পোস্টার হাতে প্রতিবাদ করতে দেখা যায়।
তিনি জোগার্স পার্ক থেকে শহরের এমফিল থিয়েটার পর্যন্ত ব্যানার ও পোস্টার হাতে সবার সঙ্গে এ ঘটনার প্রতিবাদ জানান।
সোনম বলেন, 'আমি এ ঘটনায় বিস্মিত। মুম্বাই শহরে এ ধরনের একটি কলঙ্কজনক ঘটনা ঘটতে পারে, এটা আমার ধারণার বাইরে ছিল। আমি ঘটনাটির সুষ্ঠু তদন্ত চাই। এমনকি এর সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
'
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।