আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
মাস্ক ইফেক্ট হল লেয়ার এর ভিতর যে অবজেক্ট থাকবে সেটি দেখা যাবে, এই অনুযায়ী সুন্দর ফ্লাশ তৈরি হবে মাস্ক কি জিনিস আমরা যারা ফটোশপে কাজ করেছি তারা ভাল করে জানি।
তাহলে ফ্লাশ ৬তম পর্ব ফ্লাশ এনিমশেন তৈরি করা যাক ।
প্রথমে ফ্লাশ সফটওয়ার চালু করুন।
তারপর File > Import> Import to Stage বাটনে ক্লিক করে একটি ছবি নিন।
এবার আমরা ৬০ পর্যন্ত কি ফ্রেম নিব তারপর Insert Layer বাটনে ক্লিক করে একটি লেয়ার নিব।
এখন আমরা লেয়ার ২ সিলেক্ট করে একটি Oval আঁকব নিচের মত করে।
এবার এই Oval কে এনিমেশন দিতে হলে Oval সিলেক্ট করে ১০ নাম্বারে একটি কি-ফ্রেম নিব।
এবার মাউস দিয়ে ড্রাগ করে একটু ডানে সরিয়ে আরেকটি কি-ফ্রেম নিব ২০ নাম্বার পর্যন্ত।
এভাবে বাম-ডান এ ড্রাগ করে ৬০ পর্যন্ত কি-ফ্রেম নিন এনিমেশন এর জন্য।
এবার লেয়ার ২ সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে Create Motion Tween ক্লিক করুণ এনিমেশন এর জন্য।
এবার আমাদের মাস্ক ইফেক্ট দিতে হবে না হলে এনিমেশন হবে- কিন্ত মাস্ক ইফেক্ট হবে না ।
মাস্ক ইফেক্ট দিতে লেয়ার ২ উপর মাউসের রাইট বাটনে ক্লিক করে Mask এ ক্লিক করুণ ।
এবার CTRL + ENTER বাটনে চাপ দিয়ে দেখুন এনিমেশনটি কেমন হয়েছে...।
মূল এনিমেশনটি দেখতে এখানে ক্লিক করুণ । এবং ফ্লাশ দিয়ে করা আরেকটি এনিমেশন দেখতে এখানে ক্লিক করুণ ।
আজ এই পর্যন্ত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।