সত্য আর মিথ্যার মধ্যে নিরপেক্ষতা নয়
প্রধানমন্ত্রীর জনসভার ছবির ১০ গুন বড় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের জনসভার ছবি- এই যদি হয় প্রথম অালুর নিরপেক্ষতা- তবে পক্ষপাত কি ? মতিচুর রহমান একসময় কমিউনিস্ট পাটি অফ বাংলাদেশ (সিপিবি) থেকে বহিস্কৃত হয়েছিলেন- শুনেছি তার বিরুদ্ধে অভিযোগ ছিল মাকিনপন্হি ...... অফিসারদের সাথে গোপন যোগাযোগ। অার কমরেড ফকাও একসময় কমিউনিস্ট পাটি অফ বাংলাদেশ (সিপিবি) করতেন। এখন 'অাস্তিক'দের নেতা। তো যোগাযোগ কি অাগের ? অামেরিকান এম্বাস্যডর যেমন ৭৫ এর ৭ই নভেম্বর জিয়াক 'ওল্ড অামেরিকান ফ্রেণ্ড' বলেছিলেন সেইিরকম ? অামি নিজে অবশ্য মনে করি বিএনপির নেতা হিসেবে ফকাই সবচেয়ে যোগ্য। কথা তো সব দেখি তিনিই বলেন...ম্যডাম অার কি বলেন।
হরতালের দিনেও তাকে অার অারেক কমরেড (সাবেক ইউনাইটেড কমিউনিস্ট লিগ নেতা) রিজভীকেই দেখা যায়। ম্যডাম তো হরতাল দিয়ে পরে বলেন- 'জানেননা অামি হরতালের দিন বাইরে যাই না ..!'
সেটা যাই হোক পৃথিবীতে কোন উন্নত গনতান্ত্রিক দেশের মিডিয়াতে নিবাচিত সরকার প্রধানের ২০ ভাগ গুরুত্বওবিরোধী দলের নেতা পায় না। নিবৃাচনের সময় অবশ্যই সবাই সমান। কিন্তু একবার নিবৃাচিত হয়ে গেলে পরে সরকার প্রধানই শিরোনাম। বলেনতো ওবামার বিরোধী নেতার নাম কি ? জানেনও না- অন্তত অামি জানি না।
অার চরম নিরপেক্ষ মিডিয়া বি-জামাতজোটের নেত্রীর সভার ছবি ছাপে প্রথম পৃষ্টায় ১/৫ ভাগ জুড়ে। অার প্রধানমন্ত্রীর জনসভার ছবি ছাপে ২য় পতায়...তাও ফকার সভার ছবির ১০ ভাগের ১ ভাগ ! এটা যদি হয় প্রথম অালুর নিরপেক্ষতা- তবে পক্ষপাত কি ?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।