যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। এমন মানসিকতার মানুষের সাথে একসাথে ব্লগিং করতে হওয়ায় আমি লজ্জিত.....
ওনার পোস্টে নারীরা পুরুষদেরকে ধর্ষণে উত্সাহিত করে, ইনিয়ে বিনিয়ে নানাভাবে এই কথায় বারবার বলা হয়েছে।
কোনো নীতি নেই, নারীকে যারা অসম্মান করে এদের জন্যে কোনো "সামু নীতি" বা কোনো যুক্তির প্রয়োজন হয়না।
শিক কাবাব , লেখক(!) FREE THINKER সহ আরো যারা নারীর পোশাক ও পোশাককেই ধর্ষণের জন্যে দায়ী করছেন, তারা মানসিকতায় ধর্ষক। কারণে কারো পোশাকে ত্রুটি থাকলে আপনারা ধর্ষণ করবেন, আর কেউ যদি এমনটি করে তাকে দোষ দিবেন না।
ধর্ষক ও আপনাদের মানসিকতা একই, আপনারা মনের দিক থেকে প্রচন্ড নোংরা।
এই ধরনের মানসিকতার ব্লগারদের সাথে ব্লগিং করতে লজ্জিত বোধ করছি, করা নারীকে সম্মান দিতে জানেনা। এরা সামুতে কোনদিনও কোনো অবদান রাখতে পারবেনা, শুধু বলের পরিবেশ নষ্ট করা ছাড়া......
অনুগ্রহ করে সবাই রিপোর্ট করুন।
পোস্টটি সেখানেও সবাই প্রটেস্ট করেছে এবং এধরনের পোস্ট থেকে যাওয়া ও নিক অক্ষত থাকা সামুর প্রতি ও সকল নারীর প্রতি সরাসরি অপমান বলে মনে করি।
__________________________________________________
বিষয়টিকে অসমর্থন করে যুক্তিসম্বলিত কিছু পোস্ট:
পোশাক বা ধর্মের ঢালে ধর্ষকদের আড়াল করছেন? আপনিও ধর্ষক! একটি ধর্ষণ মুক্ত সমাজের কাঠামো কেমন হওয়া উচিত? মূল প্রভাবক ও উত্তরণে করনীয়।
ব্লগীয় ধর্ষকদের যুক্তি : যত দোষ নন্দ ঘোষ
তোমারা যারা পোশাকের দোহাই দিয়ে ধর্ষণকে সমর্থন করো
জামা কাপড়ের কারনে ধর্ষন হচ্ছে যারা মনে করেন, তাদের জন্য একটা প্রশ্ন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।