কখনও কখনও আড়িপাতার কার্যক্রম সীমা অতিক্রম করেছে বলে স্বীকার করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। যুক্তরাষ্ট্রের নজরদারি নিয়ে ইউরোপীয় মিত্র দেশগুলোর সঙ্গে তীব্র টানাপোড়েন চলার মধ্যে কেরিই ওবামা প্রশাসনের সবচেয়ে ঊর্তন কর্মকর্তা যিনি খোলামেলাভাবে আড়িপাতায় বাড়াবাড়ি হয়েছে বলে স্বীকার করলেন।
ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) এ ধরনের আপত্তিকর কাজ রোধে তিনি প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কাজ করবেন বলে জানান। যুক্তরাষ্ট্রের আড়িপাতার অভিযোগ কেবল ইউরোপীয় দেশগুলোতেই নয় শোনা যাচ্ছে এশিয়ার দেশগুলোতেও। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন গোয়েন্দা নেটওয়ারকের আওতায় অস্ট্রেলিয়া গুপ্তচরবৃত্তিতে জড়িত ছিল বলে অভিযোগ উঠেছে।
ইতোমধ্যে চীন গুপ্তচরবৃত্তির খবরের ব্যাখ্যা দাবি করেছে। ওদিকে, ইন্দোনেশিয়াও অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতকে জাকার্তায় ডেকে পাঠিয়েছে। গুপ্তচরবৃত্তি নিয়ে বিশ্বে ক্রমবরধমান এ অসন্তোষের মুখে কেরি বৃহস্পতিবার এক বিবৃতিতে ওই স্বীকারোক্তি দেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।