আমাদের কথা খুঁজে নিন

   

সমাজসেবার জন্য কানাডায় বাংলাদেশি সম্মানিত

কানাডায় সমাজসেবার জন্য সম্মানিত হয়েছেন বাংলাদেশি শহীদুজ্জামান। রাজধানী অটোয়ার সিটি কাউন্সিল তাঁকে সম্মানজনক সিভিক অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। কমিউনিটির উন্নয়নে অবদানের জন্য তাঁকে এই স্বীকৃতি দেয়া হয়। এ উপলক্ষে সম্প্রতি অটোয়া সিটি হলে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র ল্যারি ও ব্রায়ান শহীদুজ্জামানের হাতে এই সম্মাননা তুলে দেন। এ সময় সিটির কাউন্সিলর, রাজনীতিবিদ, কূটনীতিক, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, সাংবাদিক, সমাজসেবী ও কানাডার বিভিন্ন ইমিগ্র্যান্ট কমিউনিটির নেতৃবৃন্দসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

শহীদুজ্জামান বাংলাদেশ-কানাডা অ্যাসোসিয়েশন অব অটোয়া ভ্যালির (বাকাওভ) সভাপতি।
এর আগে ২০০৪ সালে অটোয়া সিটি কাউন্সিল প্রথমবারের মতো শহীদুজ্জামানকে সমাজসেবার জন্য পুরস্কৃত করে। ২০০৫ সালে অটোয়া সিটির ১৫০ বছর পূর্তি উপলক্ষে অটোয়ায় বসবাসরত পৃথিবীর নানা কমিউনিটির মধ্যে থেকে বাছাই করে অনাবাসী কয়েকজনকে সিটি কর্তৃপক্ষ সম্মান জানায়। তাঁদের মধ্যে তিনি ছিলেন অন্যতম।

কানাডায় অনাবাসীদের মধ্যে শহীদুজ্জামানই প্রথম, যিনি পরপর তিনবার অটোয়া সিটির সিভিক অ্যাওয়ার্ড পেয়েছেন।

কানাডাপ্রবাসী বাংলাদেশিদের মধ্যে তিনি সুপরিচিত সমাজসেবী ও কমিউনিটি নেতা।

শহীদুজ্জামানকে ২০০১ সালে কারসনগ্লোভ এলিমেন্টারি স্কুল ডেডিকেটেড ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড, ২০০৩ সালে ইউনিভার্সিটি অব অটোয়া বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইন্ডিপেন্ডেন্স ডে অ্যাওয়ার্ড, ২০০৫ সালে টরেন্টো ফোবানা বেস্ট সোশ্যাল ওয়াকার্স এ্যাওয়ার্ড প্রদান করে।

আবুল জামান, অটোয়া, কানাডা

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.