শুক্রবার রাতের এই ম্যাচে হাটুর চোটের কারণে দলে ছিলেন না ইব্রাহিমোভিচ। তবে ফরাসি চ্যাম্পিয়নরা প্রমাণ করলো সুইডিশ এই স্ট্রাইকার ছাড়াও প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য হুমকি তারা।
প্রথমার্ধে পিএসজিকে এড়িয়ে দেন উইঙ্গার লুকাস মাওরা ও জেরেমি মেনেস। এরপর উরুগুয়ে তারকা কাভানিতে মৌসুমের দশম গোলটি বানিয়ে দেন লুকাস মাওরা।
দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোলটি করেন কাভানি। এ নিয়ে চার ম্যাচে ছয়টি গোল করলেন তিনি।
এই জয়ে প্রতিদ্বন্দ্বী মোনাকোর চেয়ে তিন পয়েন্ট এগিয়ে গেল রাজধানীর দলটি। এ নিয়ে লিগে টানা ২৩ ম্যাচ অপরাজিত আছে বর্তমান চ্যাম্পিয়নরা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।