আমাদের কথা খুঁজে নিন

   

মুভেম্বর' (Movember)......এবং 'মো-ব্রো' (mo-bro) রা!!!!

মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি 'একতারা'টা হাতে নিয়ে......"দরবেশ বানায়া দাও মাওলা.........দরবেশ বানায়া দাও। । । "

এদেশের পাবলিকের মাঝে কিছু আজব ট্রেন্ড দেখা যায়। এক্ষেত্রে ইয়াং পোলা-মাইয়ারা ইনভল্ভ থাকে বেশী......মাইয়াদের ট্রেন্ড সম্পর্কে বেশী বলার চাইতে পর্যবেক্ষনই উত্তম!!!! .........দৃষ্টি নন্দন.....চক্ষুর বিনোদন..... এনিওয়ে পুরুষদের একটা ট্রেন্ড নিয়া বলি।

নভেম্বর আসলেই পুরুষদের মাঝে গোফ গজানোর একটা প্রবনতা দেখা দেয়.....বিচিত্র কিসিমের গোফ! পুরা মাস জুড়েই থাকবে আর মাস শেষে ক্লিন সেভড। এই ট্রেন্ড এর নাম হইল -'মুভেম্বর' (Movember)......'মোস্টাচ' (Moustache) এবং নভেম্বর (November) মিলায়া। যারা এই কাজটা করে (পুরা নভেম্বর জুড়ে মোচ রাখা) তাদেরকে বলা হয় 'মো-ব্রো' (mo-bro).....!!! 'মো-ব্রো' হওয়া কিন্তু সোজা না......এর জন্য কঠিন পাঁচটা শর্ত আছে (হিমু হওয়ার শর্তের কথা মনে পড়ল!!!)। শর্ত সমুহ - ১. নভেম্বর এর শুরুতেই মোচ গজানো শুরু করতে হবে উইথ ক্লীন ফেইস! ২. পুরা নভেম্বর জুড়েই 'মো-ব্রো' কে মোচ গজাতে হবে। ৩. কোন ধরনের দাড়ির (ফ্রেঞ্চ কাট....গোটি বা অন্য যে কোন প্রকার) সহিত মোচের সংযুক্তি গ্রহনযোগ্য নয়! ৪. মোচের দুই প্রান্ত নিচের দিকে নামিয়া চিন পর্যন্ত যাইতে পারিবে নাহ্।

৫. প্রত্যেক 'মো-ব্রো' কে মাস জুড়ে 'যথার্ত ভদ্রলোক' সুলভ আচরন করিতে হইবে (must conduct himself like a true gentleman)। 'মো-ব্রো'রা কিন্তু কাজটা করে একটা ভাল উদ্দেশ্যে......মেনস হেল্থ এওয়্যারনেস (men's health awareness) বিশেষ করে প্রোস্টেট ক্যানসার (prostate cancer) এবং ডিপ্রেসান (depression) চ্যারিটির ফান্ড রেইজ করার জন্য। আগ্রহীরা http://www.movember.com এ ঢূ মারতে পারেন আরো বিস্তারিত জানার জন্য ভাবছি গজিয়ে ফেলবো কিনা???? শুভ কামনা রইল সকল 'মো-ব্রো' দের (mo-bros) জন্য। *** ডিসেম্বরে দাড়ি গজানো নিয়ে আরেকটা ইভেন্ট আছে.....'ডিসেম্বিয়ার্ড' (Decembeard) ***

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.