বিরোধীদলের হরতালে যে কোন ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচষ্টো প্রতিরোধ করে জনগনের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে বেলকুচি উপজেলা প্রশাসনকে জিরো টলারেন্সে থাকার নির্দেশ দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস।
আজ দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন শৃংখলা বিষয়ক মাসিক সভায় এ নিদের্শ দেন।
উপজেলা নির্বাহি অফিসার তরিকুল ইসলামের সভাপতিত্বে ওই সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হামিদ আকন্দ, সোনিয়া সবুর আকন্দ, প্রেস ক্লাবের সভাপতি স্বপন চৌধুরী, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই, ইউপি চেয়ারম্যান বেগম আশানুর বিশ্বাস, ফরিদ আহমেদ ও নুরুল ইসলাম প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।