আফগান ও পাকিস্তান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি জেমস ডাবিন বলেছেন, আফগানিস্তানে দীর্ঘমেয়াদে যুদ্ধ করা আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর ভুল হয়েছে এবং এ জন্য বহু জীবনও গেছে।
তিনি বলেন, আফগানিস্তানে যুদ্ধ অহেতুক দীর্ঘস্থায়ী করা হয়েছে এবং এ কারণে ব্যাপক রক্তপাতও হয়েছে।
একইসঙ্গে তিনি বলেছেন, আফগানিস্তানে সামরিক হামলা চালানোর পর ইরান ও রাশিয়াকে একপেশে করে রাখাটাও ছিল মার্কিন প্রশাসনের ভুল সিদ্ধান্ত।
উল্লেখ্য, ২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট সমস্ত সেনা প্রত্যাহার করে নেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।