আমাদের কথা খুঁজে নিন

   

হ্যান্ডস অন রিভিউ : ” ওয়াল্টন প্রিমো R2 ” এক্সক্লুসিভ ( সকল বাংলা ব্লগের ইতিহাসে স্মরণকালের শ্রেষ্ঠ রিভিউ )

প্রিয় টেকটিউনসের সম্মানিত পাঠকরা সবাইকে দিপাবলীর শুভেচ্ছা । আশা করি সবাই ভাল আছেন । আজ আমি আমার সদ্য কেনা ওয়াল্টন প্রিমো R2 এর রিভিউ টা লিখতে চলেছি । আশা করি এটা উপোভোগ করবেন ।
তবে রিভিউটা লেখার আগে কিছু মনের কথা না বলে শান্তি পাচ্ছি না ।

অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে একটা অ্যান্ড্রয়েড ইউজ করব । কিন্তু হয়ে ওঠে না । বন্ধু বান্ধবদের সবার এক একটা অ্যান্ড্রয়েড , তারা সবাই নিজেদের মধ্যে বিভিন্ন জিনিস শেয়ার করে , আর আমি জাভা ইউজ করার কারণে তা শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দেখি । অ্যান্ড্রয়েড যে আগে কিনতে পারতাম না , তা নয় । তবে টার্গেট ছিল কিনলে ভাল কনফিগারেশনের ফোনই কিনব ।

নোকিয়া লুমিয়া ও কেনার ইচ্ছা ছিল । কিন্তু এই সব সেটের দিকে তাকালে লুমিয়া আর ইউজ করতে ইচ্ছা করে না । কারণ এইসব সেটে ফিচার অনেক বেশী দেওয়া । হয়ত অনেক দিক থেকে ব্রান্ডের সেট গুলো এগিয়ে আছে । তবুও সিদ্ধান্ত নিলাম দেশী ফোনই কিনব ।

অনেকে হয়ত বলবেন , ওয়াল্টন তো চায়না । এই কথা শোনার কোন ইচ্ছা আজ আমার আর নেই । কারন বড় বড় কোম্পানীরাও চায়না থেকে সেট তৈরী করে নিয়ে এসে নিজের ব্রান্ডের নামে চালিয়ে দেয় । আর আজ এই সিম্ফোনী আর ওয়াল্টনের কারণেই বাংলাদেশের মানুষ আজ স্মার্টফোনের স্বাদ পেয়েছে । এরা ছাড়া কোন কোম্পানী বাংলাদেশের মানুষের এই উপকার টা করেনি ।

এই ওয়াল্টন ও সিম্ফোনী আসার পরই এরা বাধ্য হয়ে দাম কমিয়েছে । বাংলাদেশে এখন ফোন বিক্রয়ের সূচকে ওয়াল্টন ২ নম্বরে ।
যাই হোক , এই সেট কেনার জন্য বহু দিন ধরে বহু মানুষের কাছে সাহায্য চেয়েছি কোন ফোনটা ভাল হবে তা জানার জন্য । অনেকেই সাহায্য করেছেন । এমন কি টেকটিউনসেও আমার ২ টি পোষ্ট আছে এ সম্পর্কিত ।

আর যারা আমাকে এই বিষয়ে সাহায্য করেছেন তাদের আন্তরিক ভাবে ধন্যবাদ । প্রথমে ইচ্ছা ছিল ওযাল্টনের ঘোষনা দেওয়া ট্যাব টা কেনার ইচ্ছা ছিল । তবে বাজারে না আসার কারণে আমার সেই ইচ্ছা ইচ্ছাই থেকে যায় । যদিও এটি আজ বাজারে এসেছে । তবে , ট্যাবের থেকে এটার কনফিগারেশন কম নয় কোন অংশেই , বরং বেশী ।

তবে , আমার এই সেট টা কেনার সিদ্ধান্ত হয় রাসেল ভাইয়ের এই পোষ্ট টা দেখার পর । সেজন্য তাকে স্পেশাল থ্যাংকস । আপনারা একবার এই টিউনটি দেখে আসতে পারেন । এখন কিনে বুঝছি যে , কিনে ভুল করিনি কোন দিক থেকেই । তবে , এখানে আমি নিরপেক্ষ ভাবে এই ফোনটার দোষ গুণ সবই লেখার চেষ্টা করব ।

আসুন দেখে নিই এই ফোনটার আদ্যোপান্ত ।
আসুন প্রথমে দেখে নিই ফোনটার কয়েকটা অসাধারণ ছবি



সবগুলো ফটোই ওয়াল্টনের ওয়েবসাইট থেকে নেওয়া
এবার এর মেনুর একটা স্ক্রিনশট দেখুন :

এই ফোনটিতে 2G তো রয়েছেই , এছাড়া রয়েছে 3G ও । 3G বললে ভুল হবে। মূলত এটিতে রয়েছে 3.9 G টেকনোলজি । যার মাধ্যমে আপনি বর্তমানে সব অপারেটরে থ্রি জি সার্ভিস টি উপোভোগ করতে পারবেন ।

আর সবথেকে বড় সুবিধা হল , এই ফোনটিতে দুটি সিমেই থ্রি জি সাপোর্টেড , যেটা বেশীরভাগ ফোনে থাকে না । আমি মূলত টু জি নেটওয়ার্ক ই ইউজ করি । আর এই ফোনটাতে রয়েছে ওয়াইফাই , EDGE , GPRS । আপনি যদি চান তবে আপনার এই ফোনটা দিয়েই একটা ওয়াইফাই জোন তৈরী করতে পারবেন । এতে ওয়্যারলেস ডিসপ্লে শেয়ারিং এর ফিচার টাও রয়েছে ।

ফোনটাতে ব্রাউজিং স্পিডও বেশ ভালই পাওয়া যায় ।
যদি এই ফোনের একটা ফিচারকে বেস্ট বলা যায় তবে সেটা হল এর ক্যামেরা । ফোনটিতে পেছনে ৮ মেগাপিক্সেল( যদিও ফোনে ১২ মেগাপিক্সেল সো করে ) ও সামনে ৩ (ফোনে ৫ মেগাপিক্সেল সো করে ) মেগা পিক্সেল ক্যামেরা রয়েছে । আর পেছনের ক্যামেরাতে রয়েছে Auto focus, face detector, LED flash, CMOS sensor । এর মধ্যে CMOS sensor এর কাজ হল মূলত ইমেজের নয়েজ কমানো , লক্ষ্যবস্তু যে রেঞ্জের মধ্যে রয়েছে , তার মধ্যে বেস্ট কোয়ালিটির ইমেজ প্রসেসিং, ক্যামেরা জুমিং ইত্যাদি ।

এছাড়া এ ক্যামেরাতে যে বিষয়টি সবথেকে ভাল সেটা হল BSI SENSOR , যেটা কম আলোতে ভাল মানের ছবি তুলতে সাহায্য করে । ক্যামেরাতে ফ্লাশ লাইট থাকার কারণে এর ক্যামেরার মাধ্যমে রাতের বেলাতেও কঠিন ছবি তোলা যায় । এর সামনের ক্যামেরাটিতে থ্রিজি ভিডিও কল সাপোর্ট করে । ইতি মধ্যে আমি এই ২ জি নেটওয়ার্কে স্কাইপ দিয়ে ২ দিন ভিডিও চ্যাট করেছি । যদিও এটা অনেক স্লো ।

ফোনটির ভিডিও কোয়ালিটি এক কথায় অসাধারণ । সুন্দর ও ক্লিয়ার ভিডিও করা যায় এটি দিয়ে । তবে কম আলোতে(মানে রাতে) ভিডিও একটু খারাপ আসে । আপনাদের জন্য আমি আমার ফোন দিয়ে বিভিন্ন সময়ে তোলা ছবি আপলোড করে দিলাম । এগুলো দেখলে আশা করি আপনাদের ক্যামেরা সম্পর্কে আরও ক্লিয়ার ধারণা হবে ।

আর ক্যামেরাতে তোলা ছবি যতই জুম করা হোক না কেন , কখনই ফাটবে না । এখানে আমি কয়েকটি ছবি দিলাম , তবে এই গুলো সেটের অরিজিনাল নয় । অরিজিনাল ছবির সাইজ হচ্ছে > ৪ মেগা । আর ফ্রন্ট ক্যামেরায় প্রতিটা ছবি প্রায় ১ মেগা । তাই অরিজিনাল ইমেজ আপলোড করা দূরহ ব্যাপার হয়ে যাচ্ছে ।

তাই ফটোশপে সাইজ কমিয়ে আপলোড করলাম :
আমার বন্ধু কৌশিক(বিকাল বেলায় উঠানো ছবি)

আমার বন্ধু লিটন( রাতে এনার্জি বাল্ববের আলোয় তোলা ছবি)

আশিষ হরি( রাতের কুচকুচে অন্ধকারে তোলা ছবি)

কাজল কুমার ( বিকালে কপোতাক্ষ নদীর ব্রীজের উপর দাড়িয়ে তোলা ছবি)

আমি ও আমার ২ বন্ধু আমাদের বাড়ির বারান্দায় সন্ধার একটু আগে(ফ্রন্ট ক্যামেরা দিয়ে)
ভিডিও টাও আপলোড করতাম , কিন্তু কয়েক সেকেন্ডের ভিডিও অনেক বড় আকার ধারণ করছে বলে পারলাম না ।
এবার এই ফোনটার ডিসপ্লে এর বিষয়ে । এটাতে রয়েছে IPS(In-plane switching) ডিসপ্লে , এবং তার সাথে ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন । IPS এর মেন কাজ হল বেশ কয়েকটি । এর মধ্যে প্রধানতমগুলোই আপনাকে বলছি ।

এটি মূলত দ্রুত টাচ এর কাজ করার জন্য বহুলভাবে জনপ্রিয় । আমি ফোনটিতে টাচ করার সাথে সাথেই এটি রেসপন্স করে , যেটা আমি সনি এক্সপেরিয়া J মডেলটা ইউজ করেও পাই নি । এছাড়া এই স্ক্রিন এর ফলে আপনি যেকোন অ্যাঙ্গেল থেকে ডিসপ্লে ক্লিয়ার ভাবে দেখতে পাবেন । ভাল মানের ইমেজ সো করতেও এটি ব্যবহৃত হয় । তবে এই স্ক্রিন ব্যাবহারের ফলে চার্জ টা একটু টানে বেশী ।

আর ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন এর কথা আশা করি সবাই জানেন । এটা মূলত মানুষের হাতের স্পর্শ ছাড়া কাজ করে না । এর সাথে এই ফোনটিতে রয়েছে ১৬ M কালার । ফোনটির পিক্সেল ডেনসিটি হল ৩২০ DPI । যেটা আপনাকে সব কালারের সুন্দর একটা এক্সপেরিয়েন্স এনে দেবে ও ভাল মানের ইমেজ ও ভিডিও এবং সবকিছুই ভাল ভাবে ফুটিয়ে তুলবে ।

এই পিক্সেল ডেনসিটি সাধারণত এই দামের মধ্যে কোন ব্রান্ড তো দূরে থাকুক , ওয়াল্ট বা সিম্ফোনীর অন্য কোন সেটে পাবেন না বলে আশা করছি । ফোনটির ডিসপ্লে সাইজ হল ৪.৭ ইন্চি যেটা আপনাকে নেট ব্রাউজিং ও বিভিন্ন মুভি দেখতে সাহায্য করবে । এছাড়াও এই বড় ডিসপ্লের কারণে আপনি পিডিএফ বই গুলো ভাল পড়তে পারবেন ও ভাল গেমিং করতে পারবেন । এবং ডিসপ্লে টা হল এইচ ডি । ফলে আমার এক্সপেরিয়েন্সটা ভালই হয়েছে এই পর্যন্ত ।

এর ডিসপ্লে রেজুলেশন হল ১২৮০*৭২০ ।
ডিসপ্লে এর প্রোটেকশনের জন্য এই ফোনটাকে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ২ । আমি নিজে ও আমার বন্ধুরা কিছুক্ষন ধরে এর ডিসপ্লে এর উপর নখ দিয়ে খুচিয়েও কোন দাগ করতে পারেনি । এর গরিলা গ্লাসটা খুবই ভাল ।
সেট টার বাহ্যিক দিক বলতে গেলে আপনারা ছবিতেই দেখতে পাচ্ছেন ।

তবুও ইউজার হিসেবে আমার অন্য রকম এক্সপেরিয়েন্স হবে নিশ্চই । তাই বলছি , ফোনটা বেশ বড় হওয়া সত্ত্বেও এটা ১ হাতে ধরে বেশ ভাল ভাবেই ইউজ করা যায় । আউট লুকটা যে খুব সুন্দর , তা বলব না । তবে ইউজ করে মজা আছে । পুরো বডি কালো হওয়ায় কিছুটা গুগল নেক্সাস এর মত লাগে ।

ফোনটির ডাইমেনশন হল : 138 X 71 X 10.5 mm ও ওজন মাত্র ১৬০ গ্রাম । ফলে আশা করি অপনি ফোনটা বেশ ভাল ভাবেই ইউজ করতে পারবেন । পকেটে রাখার জন্য একদম উত্তম ফোন ।
এতে মিডিয়াটেক ৬৫৮৯ চিপসেটের সাথে রয়েছে ১.২ গিগাহার্জ কোয়াড কোর কোরটেক্স এ - ৭ প্রসেসর । এই চিপসেট ও প্রসেসর এর বৈশিষ্ঠ হল এর মাধ্যমে কোন স্মার্টফোনে ডুয়াল সিম সাপোর্ট করে এবং একই সময়ে ২ টা সিমের কল রিসিভ করা যায় ।

এছাড়া এই চিপসেট কোন ফোনে থাকলে সেটাতে ১৩ মেগাপিক্সেল পর্যন্ত ক্যামেরা সাপোর্ট করে । এছাড়া এটি বেস্ট কোয়ালিটির ইমেজ প্রসেসিং ও উন্নত মানের ভিডিও প্লেব্যাক করতে সাহায্য করে । আর এই চিপসেটের সবথেকে অনন্য বৈশিষ্ঠ হল এটি একই সাথে ৪ রকম (802.11n Wi-Fi, BT4.0, GPS and FM radio ) ফিচার সাপোর্ট করে । এই কোরটেক্স এ - ৭ প্রসেসর প্রসেসরের অরেকটা অনন্য বৈশিষ্ঠ হল এটা খুবই দ্রুত কাজ করে , উচ্চ ক্ষমতা সম্পন্ন , কিন্তু ব্যাটারী ব্যায় করে খুবই কম । ফলে সেট কখনও গরম হয় না ।

আমি একটানা ২ ঘন্টা রেসিং গেম " FAST RACING" টা খেলার পরও সেটা গরম হয়নি বললেও চলে । ফলে এই সেটটি অসেক হাই রেজুলেশনের গেমিং এর জন্য উপযোগী বলে আমার মনে হয় । নিচে একটা গেমের স্ক্রিনশট দিলাম :

তবে এই ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা হল র‌্যাম । হয়ত এটা অনেকের কাছে সমস্যা বলে মনে না হতেও পারে । কিন্তু আমার কাছে একটু সমস্যা বলে মনে হয়েছে ।

কারণ এই মানের প্রসেসরের সাথে খাপ খাওয়াতে গেলে অন্তত ২ জিবি র‌্যাম দেওয়া উচিৎ ছিল বলে আমি মনে করি । র‌্যাম ইউজার অ্যভেইলএভল হল ৯৭৬ মেগাবাইট । কোন অ্যাপ ওপেন না থাকলে ৫০০ মেগাবাইট + র‌্যাম খালি থাকে ও ৩ থেকে ৪ টা অ্যাপ ওপেন থাকা অবস্থায় ৩০০ মেগাবাইট + র‌্যাম ওপেন থাকে । মাঝে মাঝে ৩০০ মেগাবাইটের কম ও থাকে । এটা ব্যাবহার কারীর ব্যবহারের স্টাইলের উপরও অনেকটা নির্ভর করে ।


এই ফোনটাকে সেন্সর রয়েছে মোট ৩ টি । ( Accelerometer (3D), , Light sensor, Proximity) । এগুলোর কাজ আর বিস্তারিত ভাবে উল্লেখ করলাম না । আপনারা কেউ ইচ্ছা করলে এই খানে গিয়ে দেখে আসতে পারেন । সেন্সরগুলোর কোন সমস্যা আমি পাই নি ।

সব গুলোই ভাল মত কাজ করে ।
ফোনটিতে রম রয়েছে মোট ৪ জিবি । তবে আমি ইউজ করতে পারছি ২ জিবি এর একটু বেশী । এতে এক্সটারনাল মেমরী কার্ড ইউজ করা যায় ৩২ জিবি পর্যন্ত । এর গ্রাফিক্স টা ভালই ।

এর গ্রফিক্স ইউনিটে রয়েছে PowerVR SGX 544MP । এটি আপনার 3D ভিডিও দেখা সহ বিভিন্ন হাই কোয়ালিটি গেম, ভাল মানের মুভি দেখা নিশ্চিত করবে । তবে , আমার মতে এটা সিঙ্গেল কোর এর বদলে ডুয়াল কোর দিলে আরও ভাল হত । তবে , আমার ইউজের সময় কোন সমস্যা দেয় নি । আমি এ পর্যন্ত আমার ফোনে সব রকমের ফরম্যাটের হাই রেজুলেশন ভিডিও প্লে করে দেখেছি ।

কোন সমস্যা ছাড়াই চলে । মোটামুটি সাইজের ( প্রায় ২৫০ মেগা পর্যন্ত) গেম খেলে দেখেছি । কোন সমস্যা ছাড়াই ভাল খেলা যায় ।
ফোনটিতে সাউন্ড কোয়ালিটি টা আমার মোটামুটি ভালই লেগেছে । তবে , ফোন এর স্পীকারে খুব একটা বেশী জোর নেই ।

ভীড় এর মাঝে বা মুটামুটি কোলাহল পূর্ন স্থানে থাকলে ভাল শোনা যায় না । তবে , হেডফোনটা দারুন । সাউন্ড কোয়ালিটি সুন্দর । গান শুনে বা সিনেমা দেখে মজা আছে । ফোনে কথা বলার সময় ও খুব সুন্দর শোনা যায় ।


এই ফোনটিতে ব্যাবহার করা হয়েছে 2000mAH এর লিথিয়াম আয়ন ব্যাটারী , যেটা আপনার দীর্ঘ সময় স্টান্ডবাই নিশ্চিত করে । আমি সিম্পল প্রতিদিন ৪ ঘন্টা + নেট ব্রাউজিং ও ২০-২৫ টা কল করি । এছাড়া ক্যামেরা , গেমিং ও অন্যান্য অ্যাপস আরও ২ ঘন্টা । এতে এটি দেড় দিন চলে যায় যেটা অন্যান্য স্মার্টফোনের ক্ষেত্রে ভাবা কষ্টকর । আর নেট , গেমিং বাদ দিলে অনায়াসে ২ দিন চার্জ থাকে ।


এই ফোনটিতে রয়েছে HTML 5 ব্রাউজার , যেটি ওয়েবের লেটেস্ট সব ফিচার সাপোর্ট করে । এছাড়া এটি ফ্লাশ ও সাপোর্ট করে । এতে রয়েছে ব্লুটুথ 4.0 , যেটা আপনাকে উচ্চ গতিতে ডাটা ট্রান্সফারে সহায়তা করবে ।
দেখুন , সবশেষে আমি আমার ফোনের Antutu Benchmark এর টেষ্ট টা দিয়ে দিলাম । দেখুন আমার উপরের কথার সাথে মিল আছে কিনা ? যদিও এই টেষ্ট টা একই মডেলের সব ফোনে একরকম নাও হতে পারে ।

এখানে দেখুন , এই ডিভাইসটি স্যামস্যাং গ্যালাক্সী এস ২ এর থেকে বেশী স্কোর করেছে ।




যাই হোক , বর্তমানে এই ফোনটা নিয়ে আমি খুবই সুখে আছি । আপনাদের কেমন লাগল তা বলবেন । সবাই ভাল থাকবেন । ধন্যবাদ ।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ২৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।