আমাদের কথা খুঁজে নিন

   

জংধরা ধরায় যারা এনেছিলো যারা ফসলের গান

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

জংধরা ধরায় যারা এনেছিলো যারা ফসলের গান শাফিক আফতাব................ সারাটা দিন তোমার আবেশের ভেতরে থাকি__যেন এক মালি আমি, ফুল ভেবে তোমার পরিচর্যা করি__সারাটিবেলা__হীরের চেয়ে দামি হও তুমি__তুমি পুলকের স্পর্শে আমার মনের গহনে ছড়াও সুবাস __ আমি তোমাকে ভালোবেসে হয়ে উঠি যেন___ নতুন প্রাণের প্রকাশ। তোমার নান্দনিক সৌকর্য, তোমার অনার্য মন, তোমার গোলগাল দেহ, তোমার অপরূপ রূপ, মসৃণ মোলায়েম অনুভব, আর স্তনের গঠন : তুমি আমাকে সব দিয়ে ভালোবাসো__জানি আমি তোমাকে পায়নি কেহ এই পৃথিবীর, আমি প্রথম পুরুষ তোমার, প্রথম,__অমূল্য রতন।

কেনো তুমি এই যন্ত্রযুগে হুজুগে আধুনিকা সেজে হতে চাও অভিজাত ? আজকের অভিজাত মূলত__বহুদিনের শোষণ, কর্ষণ আর ভোগের প্রকাশ বহুদিনের জংধরা ধরায় যারা এনেছিলো যারা ফসলের গান__যারা দিনরাত খেটে খেটে তিল তিল গড়েছে পৃথিবীর ঘর__আজর মৃত, অপাংক্তেয়, লাশ। অনুপমা শিশিরস্নাত ভোরে আসো__ একটি সদ্যফোটা গোলাপের কলিতে কথিত অভিজাতের স্রোতে গা ভাসিও না প্রিয়তমা __এসো গ্রাম্য রজনীতে। ৪.১১.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।