আমাদের কথা খুঁজে নিন

   

পাটগ্রামে সংঘর্ষ, গুলিতে নিহত ১

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আজ সোমবার আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে পুলিশ গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে নাসির (২২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার সত্যতা অবশ্য পুলিশ এখনো নিশ্চিত করেনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার পৌর সদরের সোহাগপুর এলাকায় দুটি স্থানে আজ সকাল নয়টার দিকে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা সমবেত হন।

একপর্যায়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় তাঁরা পরস্পরের দিকে ইট-পাটকেল ছোড়েন।

এলাকাবাসীর দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে। এ সময় নাসির নামের একজন গুলিবিদ্ধ হন। তাঁর বাড়ি পৌর সদরের সোহাগপুরে।

ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করে।

গুলিবিদ্ধ নাসিরকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সা কর্মকর্তা পি কে দাস জানান, গুলিবিদ্ধ নাসির মারা গেছেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাব হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, বিস্তারিত এখনো বলা যাচ্ছে না। গুলিবিদ্ধ হয়ে একজনের মৃত্যুর ঘটনাও তিনি নিশ্চিত করেননি।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।