ডাচ ফুটবলার কেভিন স্ট্রুটমান প্রথমার্ধে রোমাকে এগিয়ে নিয়েছিলেন। তখন মনে হচ্ছিল, রোমার রেকর্ড ভাঙা শুরু বুঝি আরো দীর্ঘায়িত হবে। কিন্তু চোট পাওয়া ফান্সেসকো টট্টি ও জারভিনিয়োকে ছাড়া অতিথিরা আক্রমণের পুরানো ধার খুঁজে পায়নি।
বিরতির পর আলেস্সিও চেরচি সমতায় ফেরান তুরিনোকে। এ মৌসুমে এটা রোমার জালে দ্বিতীয় গোল! এর আগে ১২ ঘণ্টার বেশি সময় বল ঢোকেনি তাদের জালে।
গত বৃহস্পতিবার কিয়েভোকে হারিয়ে সেরি আতে প্রথম দল হিসেবে মৌসুম শুরুর পর টানা ১০টি জয়ের রেকর্ড গড়েছিল রোমা।
ড্র ম্যাচের পরও ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছে রোমা। নাপোলি ও শিরোপাধারী জুভেন্টাস তিন পয়েন্ট কম নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে। শনিবারের ম্যাচে জয় পেয়েছিল দুই দলই।
রোববার আগের ম্যাচে উদিনেসের মাঠ থেকে ৩-০ গোলের সহজ জয় নিয়ে ফিরেছে ইন্টার।
আর জেনোয়ার কাছে ঘরের মাঠে ২-০ গোলে হেরেছে লাৎসিও।
রোববার সেরি-আ’র অন্যান্য ম্যাচে লিভোরনো ১-০ গোলে আতালান্তাকে, হেলাস ভেরোনা ২-১ গোলে কাইলইয়ারিকে ও সাসসুয়োলো ৪-৩ গোলে সাম্পদোরিয়াকে হারিয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।