আমাদের কথা খুঁজে নিন

   

সোনামসজিদে আমদানি-রফতানি বন্ধ

দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দরের আমাদানি-রফতানি বন্ধ রয়েছে। ফলে ভারতের মোহদীপুর বন্দরে অন্তত শতাধীক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। চলমান হরতালের কারণে এ বন্দরের সকল কাজ বন্ধ রয়েছে বলে জানা যায়।

সোনমসজিদ স্থলবন্দর অফিস সূত্রে জানা যায়, সকাল থেকে হরতাল সমর্থকরা বন্দর এলাকায় অবস্থান নেয়ার কারণে নিরাপত্তার কথা ভেবে আমদানি-রফতানি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয় ব্যবসায়ীরা। এতে করে সীমান্তের ওপারে পিয়াজসহ বিভিন্ন পণ্যবাহী শতাধিক ট্রাক সীমান্তের ওপারে আটকে যায়।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।