দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ স্থলবন্দরের আমাদানি-রফতানি বন্ধ রয়েছে। ফলে ভারতের মোহদীপুর বন্দরে অন্তত শতাধীক পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে। চলমান হরতালের কারণে এ বন্দরের সকল কাজ বন্ধ রয়েছে বলে জানা যায়।
সোনমসজিদ স্থলবন্দর অফিস সূত্রে জানা যায়, সকাল থেকে হরতাল সমর্থকরা বন্দর এলাকায় অবস্থান নেয়ার কারণে নিরাপত্তার কথা ভেবে আমদানি-রফতানি বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয় ব্যবসায়ীরা। এতে করে সীমান্তের ওপারে পিয়াজসহ বিভিন্ন পণ্যবাহী শতাধিক ট্রাক সীমান্তের ওপারে আটকে যায়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।