নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ৬০ ঘণ্টার হরতালের শুরুতেই দেশের কয়েকটি জেলায় বিচ্ছিন্ন কিছু সহিংসতার খবর পাওয়া গেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত আটজনকে আটক করা হয়েছে।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর
সিরাজগঞ্জ: ভোর সোয়া ছয়টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার নিউ ঢাকা রোডের মালসাপাড়া কবরস্থানের সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে হরতালকারীরা। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর কিছুক্ষণ পর শহরের বাজার স্টেশনে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটান ছাত্রদল-যুবদলের কর্মীরা।
একই সময়ে চামড়াপট্টি এলাকায় পর পর পুলিশকে লক্ষ্য করে চারটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে হরতালকারীরা। এ সময় পুলিশ কাঁদানে গ্যাসের পাঁচটি শেল ও রাবার বুলেট ছোড়ে।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) বাসুদেব সিনহা জানান, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া র্যাব ও বিজিবির সদস্যরা শহরে টহল দিচ্ছেন।
বাগেরহাট: জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শেখ আবদুল ওয়াদুদ জানান, সকালে হরতালের সমর্থনে জামায়াত ও ছাত্রশিবিরের স্থানীয় নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ মিছিলে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে পুলিশ ধাওয়া করে জামায়াত ও ছাত্রশিবিরের দুই কর্মীকে আটক করে।
মিছিলে লাঠিপেটার অভিযোগ অস্বীকার করে রামপাল থানার ওসি কাজী দাউদ হোসেন বলেন, ফয়লা বাসস্ট্যান্ড এলাকায় লাঠিসোঁটা হাতে জড়ো হয়ে মিছিলের চেষ্টা করলে পুলিশ জামায়াত ও ছাত্রশিবিরের দুই কর্মীকে আটক করে। আটক দুজন হলেন রামপাল উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী আবদুল জলিল (৫৫) ও ছাত্রশিবিরের কর্মী হাবিব ওরফে আম্বার শেখ (১৫)।
চাঁদপুর: ভোর ছয়টায় শহরের মঠখোলা ও সকাল আটটা থেকে নয়টার মধ্যে শহরের বাবুরহাট থেকে ঘোষেরহাট পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করেন বিএনপির কর্মীরা। সকাল ১০টায় চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর-লাকসাম রুটের ওয়ারলেস এলাকায় রেললাইনে আগুন দেয় হরতালকারীরা। পরে পুলিশ এসে আগুন নেভায়। এ ছাড়া শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি ককটেল ফোটায় হরতালকারীরা। তারা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করে।
এদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে হরতালের সমর্থনে সকাল ১০টায় জেলা বিএনপি শহরে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল বের করে।
চাঁদপুরের পুলিশ সুপার আমির জাফর জানান, পিকেটিংয়ের সময় পুলিশ জামায়াতের এক কর্মীসহ পাঁচ পিকেটারকে আটক করেছে। এদিকে হরতালের কারণে চাঁদপুর থেকে দূরপাল্লার যানবাহন ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
ভৈরব (কিশোরগঞ্জ): প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোর থেকে হরতাল-সমর্থকেরা ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বরে অবস্থান নেয়। পুরোনো ফেরিঘাট এলাকায় পিকেটিং করার সময় হরতালবিরোধী স্লোগান দিয়ে আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা পিকেটারদের হটানোর চেষ্টা করেন।
এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। আহত বিএনপির তিন কর্মীর মধ্যে গোলাপ মিয়াকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) আলমগীর হোসেন বলেন, বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সবুজ মিয়াকে আটক করা হয়েছে।
টঙ্গী (গাজীপুর): পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে সাতটার দিকে বিশ্ব ইজতেমা মাঠসংলগ্ন আশরাফ সেতু এলাকায় যাত্রীবেশী পিকেটাররা হঠাত্ বলাকা সার্ভিসের একটি বাসে আগুন ধরিয়ে দেয়। আতঙ্কিত যাত্রীরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে পাঁচ-ছয়জন আহত হয়।
আহত ব্যক্তিদের টঙ্গী সরকারি হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। এদিকে সকাল থেকে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।