আমি একজন সফল আর্কিটেক্ট হতে চাই
দেখি তো কারা কারা জিনিয়াস। আসুন আমার প্রশ্ন গুলোর উত্তর দেন তো...............। ।
1. ইংরেজি ভাষায় শুধুমাত্র একটি সংখ্যা আছে যার অক্ষর সংখ্যা ঐ সংখ্যার সমান।
সংখ্যাটি কত?
2. আপনি একটি বাসের চালক।
বাস যাত্রা শুরু করে খালি ভাবে।
প্রথম স্টপিজে ৪ মানুষের আরোহণ করে। দ্বিতীয় স্টপিজে ৮ আরোহণ করে এবং ৩ জন নেমে যায়। তৃতীয় স্টপিজে ২ জন নেমে যায় এবং ৪ জন মানুষের আরোহণ করে।
প্রশ্ন: বাসের চালক চোখ রঙ কি ? [আপনি বাসের চালক ।
তাই বাস ড্রাইভারের চোখের রঙ! আপনার চোখের রঙ! ]
3. যদি আপনি লোহিত সাগর মধ্যে একটি নীল ফিতার সঙ্গে একটি সাদা টুপি ছুড়ে ফেলে, তাহলে কি হবে?
4. ৫টি বাক্স পাশাপাশি রাখা আছে। ১টি বাক্সে পেঁয়াজ, ১টি বাক্সে রসুন, ১টি বাক্সে আদা, ১টি বাক্সে জিরা এবং ১টি বাক্সে মরিচ আছে। ৫টি বাক্সের ডান পাশে, সামনে ও উপরে বিভিন্ন রং রয়েছে। জিরার বাক্সের সামনে যে রং, রসুনের বাক্সের সামনেও ঐ একই রং। জিরার বাক্সের ডান পাশে যে রং, আদার বাক্সের ডান পাশেও ঐ একই রং।
রসুনের বাক্সের উপরের যে রং, মরিচের বাক্সের সামনেও ঐ একই রং। প্রশ্ন হচ্ছে কোন বাক্সে কী রয়েছে?
5. কে কারও উপর নির্ভরশীল নয়?
6. আপনাকে মুখ খোলা একটি সিলিন্ডার আকারের লোহার পাত্র দেয়া হলো এবং বলা হল তৃতীয় কোন বস্তু ব্যবহার না করে পাত্রটির ঠিক অর্ধেক পরিমান পানি দ্বারা পূর্ণ করতে। কীভাবে করবেন? [চোখের আন্দাজে পাত্রটিতে এর অর্ধেকের বেশি পানি নিন। তারপর পাত্রটিকে আস্তে আস্তে কাত (incline) করতে থাকুন। বাড়তি পানি পড়তে পড়তে যতক্ষণ না পাত্রটির তলা এবং পাশের সংযোগ স্হলে স্পর্শ করে ততক্ষণ পর্যন্ত এভাবে ঢালতে থাকুন অল্প অল্প করে।
যখনই স্পর্শ করবে তখনই পাত্রটিতে ঠিক অর্ধেক পরিমান পানি থাকবে। ]
7. খুলনা বিভাগের ছয়টি জেলার সেরা ছয়জনকে নিয়ে একটি সাইকেল রেসের আয়োজন করা হলো খুলনা শহরে। একটি মুহূর্তে ছয়জনের অবস্থান নিচে কয়েকটি সূত্রে দেওয়া হলো_
- সাদা পোশাক পরা প্রতিযোগী ঠিক সুমনের পেছনে এবং ঝিনাইদহের প্রতিযোগীর সামনে।
- অনিক, যার পোশাক নীল, ঠিক চুয়াডাঙ্গার প্রতিযোগীর পেছনে।
- যশোরের প্রতিযোগীর পোশাকের রং লাল।
- সবুজ পোশাকের প্রতিযোগী, যে রুবেল নয়, রয়েছে চতুর্থ অবস্থানে।
- আসিফ রয়েছে বাগেরহাটের প্রতিযোগীর ঠিক পেছনে, তবে বাগেরহাটের প্রতিযোগী তৃতীয় অবস্থানে নয়। আবার বাবু রয়েছে মাগুরার প্রতিযোগীর ঠিক সামনে।
- সাবি্বরের অবস্থান দ্বিতীয়।
- হলুদ পোশাকের প্রতিযোগীর সামনে রয়েছে আরো দুই প্রতিযোগী।
- বাকি একজনের পোশাক কালো এবং একটি জেলা নড়াইল।
বলুন তো ওই মুহূর্তে কার অবস্থান কোথায়, কার পোশাক কোন রঙের এবং কে কোন জেলার ছেলে? [১ যশোর - সুমন - লাল
২ বাগেরহাট - সাবি্বর - সাদা
৩ ঝিনাইদহ - আসিফ - হলুদ
৪ চুয়াডাঙ্গা - বাবু - সবুজ
৫ মাগুরা - অনিক - নীল
৬ নড়াইল - রুবেল – কালো]
8. মরুময় একটা দ্বীপে বন্দি হলো একটি ছোট ছেলে। দ্বীপটা থেকে মূলভূমিতে যাওয়া যায় কেবল একটা সেতু দিয়ে। কিন্তু সেতুটির অর্ধেক দূরত্বে একজন প্রহরী আছে। এই প্রহরী দ্বীপ থেকে কাউকে মূলভূমিতে এবং মূলভূমি থেকে কাউকে দ্বীপে আসতে দেয় না।
কোনো ব্যক্তি এটা করতে গিয়ে ধরা পড়লে যেখান থেকে এসেছে সেখানে আবার ফেরত পাঠিয়ে দেওয়া হয় তাকে। এখানে বলে রাখা ভালো, প্রহরী প্রতি আধ মিনিট ঘুমানোর পর পাঁচ মিনিট জেগে থাকে। দ্বীপের চারপাশের পানিতে হিংস্র মানুষখেকো হাঙ্গরের আড্ডাখানা। এদিকে ছেলেটির কাছে নিজের শার্ট আর প্যান্ট ছাড়া আর কিছু নেই। সেতু অতিক্রম করতে যদি তার এক মিনিট সময় লাগে, তবে কিভাবে মূলভূমিতে যাবে সে? [আধ মিনিটে অর্ধেক দূরত্ব অতিক্রম করে ঘুরে দাঁড়াবে সে।
দেখে মনে হবে যেন আসলে মূলভূমি থেকে দ্বীপের দিকে আসছিল সে। স্বাভাবিকভাবই প্রহরীটা তখন তাকে মূলভূমিতে পাঠিয়ে দেবে। ]
9. পাঁচজন মানুষ চার্চে যাচ্ছিল। হঠাৎ বৃষ্টি নামল। একজনকে রেখে চারজন আশ্রয়ের খোঁজে দৌড় দিল।
যে চারজন দৌড় দিল, তারা বৃষ্টিতে ভিজলেও যাকে রেখে গেল, সে ভিজল না। এই পাঁচজন কারা? [কফিনের ভেতর একজন মানুষ আর এটা বহন করে আনা চারজন। ]
10. একমাত্র সন্তানের বয়স ১০ বছর হলে বাবার বয়স কত ? [বাবার বয়সও ১০ বছর। কারণ সন্তান হবার পরেই তো তিনি বাবা হয়েছেন। ]
11. আপনি বৃজ রুমে বসে নেভিগেট করছেন একটি ১৮৫ মিটার লম্বা জাহাজ।
প্রচুর পরিমান কাঠ, কাঠের টুকরা আর তৈরী পোষাক পরিবহন করছেন জাহাজে। অনেক দ্রুত শিপমেন্ট শেষ করতে হবে। গভীর সমুদ্র, ট্রাফিক ডেনসিটি কম তাই আপনার জাহাজের পূর্ণ গতিতে চালাচ্ছেন। আবহাওয়াও অসাধারন ভালো। ঢেউ আর বাতাস একেবারেই নেই।
হঠাত্ ই ঘটল বিপত্তি। জাহাজটির মূল পাওয়ার জেনারেটরটি বিকল হয়ে গেল। আর সাথেসাথেই ব্যাকআপ জেনারেটরটি চালু হলো না। ফলে সমস্ত রাডার, জিপিএস, স্পিডলগ, অটোপাইলট সব বন্ধ হয়ে গেল। বলতে পারেন অত্যাধুনিক জাহাজটি একটি প্রাচীন জাহাজে পরিণত হল।
ইঞ্জিনিয়ারদের দ্রুত ব্যবস্থা নিতে বললেন। কিন্তু নিরাপদ নেভিগশনের জন্য একটু পরপর ই জাহাজের গতি আর দিক জানার দরকার। দিক জানার জন্য কম্পাস আছে কিন্তু গতি বের করাটাই সমস্যা হয়ে দাঁড়ালো। হঠাত্ ক্যাপ্টেন একটি দারুন বুদ্ধি দিল। তার মোবাইল বের করে তাতে একটি এপ্লিকেশন দেখালেন।
এবং বুঝিয়ে দিলেন কী করতে হবে। সে মত আপনারা দুজন মিলে জাহাজের বর্তমান গতি বের করলেন? কীভাবে?
(হিন্টস: প্র্যাকটিকেল সমাধান ভাবুন এবং এ অবস্হায় নিজেকে চিন্তা করুন। উত্তর ভাবতে সহজ হবে। আর মোবাইলটা কোন স্মার্ট ফোন না। মনে করুন যে খুবই সাধারন নকিয়া ১১০০।
আমি বলতে চাচ্ছি এপ্লিকেশনটা খুব সাধারন)
[জাহাজে কাঠ আছে আর সমুদ্রে ঢেউ নাই আগেই বলেছি। আপনাদের একজন জাহাজের সামনের মাথায় দাঁড়াবেন আর জাহাজের ডান বা বাম পাশে একটু দূরে (চলমান জাহাজ থেকে সৃষ্ট ঢেউর বাইরে) এক টুকরা কাঠ ছুঁড়ে মারবেন। অন্যজন জাহাজের পেছনের অংশে দাঁড়িয়ে ওইসময়ই মোবাইলের স্টপওয়াচ টি সাথে সাথে চালু করবেন আর কাঠটি তাকে অতিক্রমের সময় বন্ধ করে দিবেন। প্রাপ্ত এই সময় দিয়ে জাহাজের দৈর্ঘ্যকে ভাগ করলেই পেয়ে যাবেন গতি। ]
12. আপনার সামনে তিনটা জিনিস।
একটা বসিয়ে রাখলে বসেই থাকে। নড়েচড়ে না তার মধ্যে একটা জিনিস। ওটা খালি খায়। যতদিবেন ততই খাবে। আপনিও খাওয়ান।
কারন খাওয়া না দিলেই মরে যাবে। আরেকটা আপনার সামনে দিয়েই চলে যায়। আর ফিরে আসেনা। এবার বলেন, আপনার সামনে কী?
Hints:
ওই তিনটা জিনিস একসাথেই থাকে। বলতে পারেন তিন বস্তুর একটা সেট।
[মাটির চুলা, আগুন আর ধোঁয়া। ]
13. বিদেশ থেকে আমার বন্ধু জন আসল, বলল গ্রামে বেড়াতে যাবে।
কিছুদিন শহরে থাকার পর আমার গ্রামে নিয়ে আসলাম ওকে।
একদিন গ্রামের বাড়িতে নৌকায় করে নদীতে ওকে নিয়ে ঘুরতে বের হয়েছি, আমাদের পাশে দিয়ে একটা নৌকা আগে উঠে গেল। জন বাংলা বোঝে কিন্তু বলতে পারেনা।
আমি জনকে বললাম দেখ, কত মানুষ ঐ নৌকায় তা ও আমাদের আগে উঠে যাচ্ছে। তখন জন বলল,
But the boat there wasn't a single person.
বলুন তো জন এই কথা বলল কেন? [কারণ, নৌকা প্রতিটি লোক বিবাহিত।
মানে তাদের বউ এর সংঙ্গে। ]
14. এক দুষ্ট প্রোগ্রামার একটা গোপন আস্তানায় বসে বসে VIRUS বানায় আর নেট এ ছড়ায়া সব PC হ্যাং করে দেয়। তার গোপন আস্তানার দরজায় সে একটা ৫ টনি রোবট রেখেছে যেটা কিনা আবার কেউ মিথ্যা বললে তাকে নিয়ে আস্তানায় থাকা একটা সালফিউরিক এসিডের কূয়ায় ফেলে দেয়।
একমাত্র প্রোগ্রামারের অথরাইজড কাউকেই এই রোবট যেতে দেয় ভিতরে। এক গোয়েন্দা কর্মকর্তা সব জানতে পারলেন এবং আস্তানার দরজায় আসলেন। রোবট টি তাকে প্রশ্ন করলো, কেন এসেছেন? তিনি এমন উত্তর দিলেন যে রোবট টি সিদ্ধান্তহীনতায় ভুগে নিজেই হ্যাং খেয়ে গেল। উত্তরটা কী ছিল? কেন এমন হল? [লোকটি বলেছে, "সালফিউরিক এসিডের কূয়ায় চুবান খাইতে আসছি। "
কারন, রোবটটির মধ্যে একটি paradox (পরস্পর বিরোধিতা)তৈরী হবে।
গোয়েন্দার কথা মিথ্যা হলে তাকে কূয়ায় ফেলতে হবে কিন্তু ফেললেই তো আবার কথাটা সত্য হয়ে যাবে। ]
15. অনেক উঁচু ভবন থেকে ফেললেও বিচ্ছিন্ন হবে না।
কিন্তু সমুদ্রে ফেললেই ছিন্নভিন্ন হয়ে যাবে। কী? [টিস্যু পেপার]
16. ৩ টি হাঁস প্যাঁক প্যাঁক করতে করতে একটি সোজা লাইন ধরে হাঁটছিল। প্রথম হাঁসটা বলছে, আমার পেছনে একটি হাঁস।
দ্বিতীয় হাঁসটা বলছে, আমার পেছনেও একটি হাঁস। তৃতীয় হাঁসটা রহস্যময় হাসি দিয়ে বলল, আমার পিছনেও একটি হাঁস আছে। এটা কিভাবে সম্ভব?? (ধাঁধাঁর হাঁস তাই কথা বলছে। এখানে রহস্য খুজবেন না) [তৃতীয় হাঁসটা মিথ্যা বলছে]
17. আপনি একটি জায়গা যেখানে বাস করেন সেখানে ৬ মাস গ্রীষ্ম এবং অন্যান্য ৬ মাস তাপমাত্রা হিমাংকের নিচে নেমে যায়। আপনার একটি নিজস্ব দ্বীপ আছে, সেখানে যেতে হলে আপনাকে একটি হ্রদ পার হয়ে যেতে হয়।
আপনাকে সেখানে একটি গৃহ নির্মাণ করতে চান। এজন্য গৃহ নির্মাণ ও প্রয়োজনীয় জিনিস বহন করে নিতে চান, কিন্তু দুঃখজনক ভাবে আপনার কোন নৌকা, জাহাজ বা এমন কিছু নেই যে, আপনি দ্বীপের সব উপাদান পরিবহন ব্যবহার করতে পারেন!
তাহলে আপনি এসব জিনিস বহন করে কীভাবে দ্বীপে নিয়ে যাবেন? [শীতকালের জন্য অপেক্ষা করুন যখন হ্রদ বরফে পরিণত হবে। ]
18. ঝড়ের রাতে একই ঘরে দু'জন গর্ভবতী মা ছিল, এবং একই সময়ে দু'জনেই দুটি সন্তান প্রসব করল, একজন প্রসব করল একটি ছেলে, আরেকজন প্রসব করল একটি মেয়ে, সকালে উঠে দু মা-ই ছেলে সন্তানটির দাবি করল.
কে মেয়ে সন্তান প্রসব করেছে ? আর কে ছেলে সন্তান প্রসব করেছে ? [দুই মায়ের স্তন থেকে দুধ নিয়ে নিয়ে ওজন করা হবে। যার দুধের ওজন বেশী হবে সেই হল ছেলেটির আসল মা। কারন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে মেয়েদের তুলনায় ছেলেদের জন্য বেশি শক্ত ও ভারী পুষ্টিকর দুধ প্রয়োজন হয়, তাই মহান আল্লাহ ছেলেদের মায়েদেরকে বেশি ভারী দুধ দান করেন।
]
19. আজ দুজন জমজ ভাইয়ের জন্মদিন।
তাদের বাবা তাদের জন্মদিন পালন করার জন্য আয়তকার একটি কেক নিয়ে আসল। দু ভাই চিন্তা করল কেকটি সমান দু ভাগে ভাগ করে তারা দু জন খাবে।
ঐ মুহুর্ত্বে তাদের বাসায় তাদের চাচা বেড়াতে আসল। তারা দুজন কেকটি ভাগ করার আগে তাদের বাবা তাদের চাচার জন্য ঐ কেক থেকে একদম গোল করে কেটে একটুকরা কেক নিয়ে গেল।
এখন তারা কিভাবে কেকটি একদম সমান ভাবে ভাগ করবে? [গোল করে কাটা জায়গাটির মাঝ বরাবর ও কেকটির মাঝ বরাবর কেটে ফেলতে হবে.]
20. আট Letter এর একটি Word যাতে Usually একটা Letter ই ব্যবহার করা হয়। Word টা কী? [ENVELLOP এটি আট Letter এর শব্দ। আর এই ENVELLOP এ সাধারণত ১ট Letter (চিঠি) ব্যবহৃত হয়। ]
21. বিদেশ থেকে ছেলে মার কাছে চিঠি লিখেছে, নিচের খাদ্যটি অবশ্যই যেভাবেই হোক তার কাছে ভালো ভাবে পৌছে দিতে হবে। কিন্তু লেখাপড়া না জানা মা প্রথমে কিছুতেই ভেবে পেল না তার ছেলে তার কাছে এত ছল করে কি এমন চাইলো।
তবে মার মন তো..... অবশেষে ঠিকই খুজে বের করে বিদেশে থাকা ছেলের কাছে দিল পাঠিয়ে। এখন বলুন তো মা ছেলের কাছে কী পাঠিয়ে ছিল ?
চিঠিতে ছেলে নিচের কথাটি লিখে দিয়েছিল। আপনাদের জন্য তা হুবুহুব তুলে দিলাম।
"কাঁচা কলার চাকলা কেটে,
পাঁঠার কেটে পা।
লবঙ্গের বঙ্গ কেটে,
পাঠিয়ে দিও মা।
" ["কাঁঠাল"
আমাদের জাতীয় ফল কাঁঠাল। ]
22. নীরবের জন্ম ১৯৯৮ জ্যৈষ্ঠ মাসে। তার বয়স যেদিন ঠিক চার বছর হল, সেদিন তার বাবা তাদের বাসার পেছনের একটা গাছের গায়ে নীরবের মাথার সমান (৩২ ইঞ্চি) উচ্চতায় একটা পেরেক ঠুকে দিয়েছিলেন উচ্চতাটা মনে রাখার জন্য। এরপরে অবশ্য কারো আর ঘটনাটার কথা মনে রইল না।
২০১০ সালের আশ্বিন মাসে একদিন হঠাত করে নীরবের সেই ঘটনাটার কথা মনে পড়ল।
গাছটার কাছে গিয়ে সে দেখতে পেল, পেরেকটা আর আগের অবস্থানে নেই। যদি প্রতি বছর গ্রীষ্মকালে গাছের উচ্চতা চার সে.মি. করে বৃদ্ধি পায়, শরৎ কালে উচ্চতা আধ সে.মি. করে হ্রাস পায়, শীতকালে উচ্চতা দুই সে.মি. করে হ্রাস পায় এবং অন্যান্য ঋতুতে উচ্চতা অপরিবর্তিত থাকে, তাহলে পেরেকটির এই মুর্হূর্তের অবস্থান ভূমি থেকে কত উঁচুতে? [পেরেকটা এই মুহূর্তে ভূমিতেই পড়ে আছে। গাছের উচ্চতা বৃদ্ধির সাথে পেরেকের উচ্চতা পরিবর্তনের কোন সম্পর্ক নেই, কারণ গাছ আগার দিকে বৃদ্ধি পায়। তাই পেরেকটি আগের উচ্চতাতেই থাকার কথা। কিন্তু যেহেতু বলা হয়েছে পেরেকটা আর আগের অবস্থানে নেই, তার অর্থ একটাই - দীর্ঘ ১২ বছর সময়ের মধ্যে পেরেকটা গাছ থেকে খুলে মাটিতে পড়ে গেছে।
]
23. দিনাজপুর থেকে চাউল নিয়ে বগুড়ার উদ্দেশ্যে একটা ট্রাক (কাভার্ড ভ্যান টাইপের) রওয়ানা দিলো। রওনা হওয়ার সময় ওজন মাপার ব্রিজে দেখা গেল সবসহ ট্রাকটার ওজন কাঁটায় কাঁটায় ১০ টন। কিছুদিন আগের বন্যায় দিনাজপুর থেকে বগুড়ার মাঝপথে একটা সেতু ভেঙ্গে যাওয়ায় সেখানে একটা বেইলি ব্রীজ বানিয়ে রাখা হয়েছে। উন্নততর পরীক্ষা পদ্ধতিতে পরীক্ষা করে দেখা গেছে যে এই বেইলি ব্রীজটার ভারবহন ক্ষমতাও ঠিক ১০টন, এর চেয়ে সামান্য বেশি হলেও হুড়মুড় করে ভেঙ্গে পড়বে।
তো সেই ব্রীজে ওঠার আগে স্পিডব্রেকারে যেই না ট্রাকের গতি কমিয়েছে, ওমনি কোত্থেকে এক দুষ্ট ছেলে ২ কেজি ওজনের একটা বিড়ালকে ট্রাকের বাম্পারে বসিয়ে দিল।
ঐ বেড়ালটা ট্রাক থেকে নামার আগেই ওটাকে নিয়ে ট্রাক সেতু পার হয়ে গেল।
প্রশ্ন হল: সেতু ভেঙ্গে পড়লো না কেন? [এ্যাত পথ চলে আসার ফলে ট্রাকের জ্বালানী তেল খরচ হয়ে এর ওজন কমে গিয়েছিলো। তাই বিড়ালের ওজন যুক্ত হয়েও তা ১০ টনের কম ছিল। ]
24. মনে করুন আপনার কাছে ২৮ টি কার্ড আছে, যাদের প্রতিটির এক পিঠে ক্রস চিহ্ন এবং অপর পিঠে বৃত্ত আঁকা আছে। আপনি শুধু এটা জানেন, কার্ডগুলো এমনভাবে রাখা আছে যে, ১৬ টি কার্ডের ক্রসচিহ্ন এবং বাকি ১২ টি কার্ডের বৃত্তাকার চিহ্ন উপরের দিকে (অর্থাত্ আপনি দেখতে পাবেন, এমনভাবে) রাখা আছে।
কিন্তু আপনার এটা জানা নেই, কার্ডগুলো কোন অর্ডারে বিন্যস্ত আছে, অর্থাত্ কোন কার্ডের পর কোন কার্ড রাখা আছে?
এখন আপনাকে বেঁধে অথবা ঘর অন্ধকার করে কার্ডগুলো হাতে ধরিয়ে দিয়ে বলা হল, কোন কিছু না দেখেই কার্ডগুলোকে এমন দুইটি ভাগে ভাগ করতে হবে, যেন প্রতিটি ভাগে সমান সংখ্যক উপরের পিঠে ক্রসচিহ্ন যুক্ত অথবা সমান সংখ্যক বৃত্ত আঁকা কার্ড পড়ে। কিভাবে করবেন? [কার্ডগুলোকে সরাসরি ১৬টি এবং ১২টি - এই দুই ভাগে ভাগ করে ফেলুন।
মনে করি, প্রথম গ্রুপের ১৬ টির মধ্যে n টি ক্রসচিহ্ন যুক্ত। তাহলে অবশ্যই ১৬-n টি হবে বৃত্ত আঁকা। আবার যেহেতু মোট ক্রসচিহ্নের সংখ্যাও ১৬ এবং প্রথম গ্রুপেই n টি উপস্থিত, তাই দ্বিতীয় গ্রুপে ক্রসচিহ্নের সংখ্যা ১৬-n টি।
অর্থাত্ প্রথম গ্রুপে যতটি বৃত্ত, দ্বিতীয় গ্রুপে ততটি ক্রস। এবার প্রথম গ্রুপের কার্ডগুলো উল্টে দিলে উভয় দিকে সমান সংখ্যক ক্রস অথবা দ্বিতীয় গ্রুপের কার্ডগুলো উল্টে দিলে উভয় দিকে সমান সংখ্যক বৃত্ত পাওয়া যাবে। ]
25. একজন মহিলা কোন ড্রাইভিং লাইসেন্স ছাড়া রং ওয়ে (wrong way) তে যাচ্ছিলেন। রাস্তার শেষ মাথায় পৌঁছে তিনি বাঁয়ে মোড় নিলেন যেখানে লেখা ছিল 'বাঁয়ে মোড় নিষেধ'। একজন ট্রাফিক পুলিশ সেটা দেখেও মহিলাকে কিছু বললেন না, কেস করলেন না, বা কোন চার্জ করলেন না।
কেন? [কারণ মহিলা হেঁটে যাচ্ছিলেন। ]
26. জন তার স্ত্রী ইভার সাথে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ উল্টোদিক থেকে একটা ট্রাক এসে জনের গাড়িকে আঘাত করে এবং জনের গাড়ি দুমড়ে মুচড়ে উল্টে যায়। জন প্রচন্ড ভাবে আহত হয় কিন্তু ইভার কিছুই হয়নি। কীভাবে সম্ভব? [
27. দু'টো উড়োজাহাজ ঠিক একই সময়ে দু'টি এয়ারপোর্ট থেকে ছাড়ল।
একটি উড়োজাহাজ নিউইয়র্ক থেকে ছেড়ে ৫০০ মাইল/ঘন্টা বেগে প্যারিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। অপর উড়োজাহাজটি প্যারিস থেকে ছেড়ে ৪৫০ মাইল/ঘন্টা বেগে নিউইয়র্কের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। তাদের উভয়ের যাত্রাপথ আটলান্টিকের উপর দিয়ে। যাত্রাপথে তারা যখন মিলিত হবে তখন কোন উড়োজাহাজটি প্যারিসের সবচেয়ে কাছে অবস্থান করবে? [তারা যখন মিলিত হবে তখন দু'টো উড়োজাহাজই প্যারিস থেকে একই দূরত্বে অবস্থান করবে। ]
28. চারটি মেয়ে তাদের নিজেদের বয়সের গড় নির্ণয় করতে চাইছে।
কিন্তু সমস্যা হল, তারা কেউই নিজের বয়স অন্য কাউকে জানাতে রাজি নয়। নিজের বয়স একে অন্যকে না জানিয়ে তারা কিভাবে তাদের বয়সের গড় নির্ণয় করতে পারবে?
Hints:
ঐ চারটি মেয়েকেই তাদের বয়সের গড় বের করতে হবে। অন্য কেউ তাদেরকে সাহায্য করতে পারবে না। [মেয়েগুলিকে ১ম, ২য়, ৩য় এবং ৪র্থ মেয়ে হিসেবে চিহ্নিত করি।
১ম মেয়েটি যেকোন একটি সংখ্যা n এর সাথে নিজের বয়স যোগ করে, যোগফল একটি কাগজে লিখে ২য় মেয়েটির কাছে দিবে।
২য় মেয়েটি ঐ যোগফলের সাথে নিজের বয়স যোগ করে যোগফলটি অন্য একটি কাগজে লিখে ৩য় মেয়েটির কাছে দিবে। এভাবে সবশেষে ৪র্থ মেয়েটি সর্বমোট যোগফল ১ম মেয়েটির কাছে দিবে। এরপর ১ম মেয়েটি সর্বমোট যোগফল থেকে n বিয়োগ করে প্রাপ্ত সংখ্যাকে ৪ দিয়ে ভাগ করে গড় নির্ণয় করবে।
29. হটাৎ করে সেদিন নয় নয় শূন্য তিন ভাইয়ের সাথে দেখা। তিনি একটা টিয়া পাখিকে কথা শেখাচ্ছিলেন।
আমি জানতে চাইলাম, “কি শেখাচ্ছেন?” তিনি বললেন, “টিয়াটাকে ওর নাম শেখালাম। “ আমি পরীক্ষা করার জন্য বললাম, “শোনান,দেখি কি নাম বলে। “ তিনি একটু হেসে বললেন, “বলতো টিয়া, তোর নাম কি?” আমাকে অবাক করে দিয়ে টিয়াটা বলল, “ত্রিনয়ন ও ত্রিনয়ন একটু জিরো। “ আমার মাথায় কিছু ঢুকল না। নয় নয় শূন্য তিন ভাই হেসে বললেন, “কিছু বুঝলেন?” আমি বললাম, “মনে হয় ত্রিনয়ন।
কিন্তু আবার জিরোতে বলে কেন?” নয় নয় শূন্য তিন ভাই বললেন, “ঘোড়ার ডিম বুঝছেন। ও ওর নামই বলেছে। আমিই কায়দা করে এভাবে শিখিয়েছি। যেন সবাই বুঝতে না পারে। “ আমি বুঝলাম না - যে নাম সবাই বুঝবে না সে নাম রেখে লাভ কি! নয় নয় শূন্য তিন ভাই বলল, “আপনাকে এটু হিন্টস দেই।
আমার নামের মতই ওর নাম একটা সংখ্যা। সংখ্যাটা ৮ ডিজিটের। ও নামের পুরোটাই হয় ইংরেজীতে নয়ত বাংলায় বলছে। তাছাড়া টিয়া পাখির উচ্চারণ যে স্পষ্ট শব্দ হবে সেটা ভাবছেন কেন?“
বলেন তো, ভাইয়ের টিয়ার নাম কি? [3 9 0 3 9 8 2 0
Three(ত্রি) Nine(নয়ন) Zero(ও) Three(ত্রি) Nine(নয়ন) Eight Two(একটু) Zero(জিরো)
এটা ফেলুদা সিরিজের কোন এক গল্পে পড়েছিলাম। আমি সংখ্যাটা বের করতে পারি নাই।
]
30. পিচ্চি পোলারে তার বাপে গোশ্ত কিনতে পাঠাইছে বাসার ঠিক অপর পাশের কসাইখানায়।
পোলা কসাই খানায় গেলে, কসাই জিগাইলো," কি দিমু তোমারে?"
ঠিক সেই সময় পোলার মা বারান্দা দিয়া পোলারে ডাক দিলো।
এক কথায় দুইজনরেই উত্তর দিতে হইব।
পোলায় কি কইবো?
31. এক লোক ব্যাগ নিয়া কই যেন যাইতেছে। সেইসময় তার লগে দুই জন লোকের দেখা হইল।
তাদের একজন জিগাইলো, "ভাই আপনার ব্যাগে কি?"
আর অপর লোক তারে জিগাইলো, " ভাই আপনে কই যান?"
এক কথায় ক্যাম্নে উত্তর দিবো???
32. একটা ছোট ছেলে এক লোকের পুকুরে ছিপ দিয়ে মাছ ধর ছিল ।
এমন সময় পুকুর মালিক হাজির ছেলেটা তার হাতে ধরা পড়লো ।
পুকুর মালিক: আমি তোমাকে একটা সুযোগ দেব ।
যদি তুমি এক কথায় বলতে পার তুমি
কোথায় পড় এবং কবে কবে মাছ ধরো ?[ প্রায়-মারি]
33. একদিন আমি রাস্তাদিয়ে হেটে যাচ্ছি দেখি একজন কাপড় বিক্রেতা দাড়িয়ে আছে । এবং দুজন মহিলা চুল ছিড়া ছিড়ি ঝগড়া করছে ।
কাছে গিয়ে জানতে পার লাম তারা একটা শাড়ি নিয়ে ঝগড়া করছে । পাঠক আপনারা কি এক কথায় বলতে পারবেন তাদের দুজোনের কি সর্ম্পক এবং শাড়ির দাম কতো ???
34. আমি তুমি একজন দেখিতে এক রুপ,
আমি কত কথা কই তুমি কেন থাক চুপ?
35. বেশ কিছুদিন আগে একটি মাদারের নাম্বার খুব ডিস্টার্ব করছিল। একটু পর পর নাম্বারটি মিস্ কল দিত। মিস্ কল দেওয়ার কারন জানার জন্য নাম্বারটিতে বেশ কয়েকবার কল দিলাম। কিন্তু সমস্যা হল ফাজিল ব্যাটা কল রিসিভ করে না।
এরপর ভাবলাম, ম্যাসেজ পাঠালে হয়ত কাজ হতে পারে। তাই তাকে ম্যাসেজ পাঠালাম, "Who r u"। সে জবাব দিল, "your father, mother, brother, sister"। বুঝলাম ব্যাটা শুধু ফাজিল না, আসলে মহা ফাজিল। এরপর সে কোন দেশী তা জানতে চেয়ে ম্যাসেজ পাঠালাম।
সে জবাব দিল, "i am a libyan"। কিন্তু আমি সাথে সাথে বুঝে গেলাম যে, লোকটি বাংলাদেশী। কিভাবে বুঝেছিলাম?
মাদারের নাম্বার - লিবিয়াতে দুটি মোবাইল ফোন অপারেটার আছে, একটি লিবিয়ানা(Libyana) অন্যটি মাদার(Madar)। [ আমার দ্বিতীয় প্রশ্নটি ছিল এরকম - bhai apni koun deshi? লোকটি লিবিয়ান হলে এই লাইনটির মানে বুঝত না। ]
36. হাসিতে হাসিতে যায় নারী পর পুরুষের কাছে,
যাইবার সময় কান্নাকাটি ভিতরে গেলে হাসে?????
37. বাঘের মত লাফ দেয়, কুকুর হয়ে বসে,
পানির মধ্যে ছেড়ে দিলে সোলা হয়ে ভাসে?
38. একটি ফ্ল্যাট মালিকের হঠাৎ একদিন সন্দেহ হল যে একটি চোর চুরির উদ্দেশ্যে তার ফ্ল্যাটের আশেপাশে ঘুরঘুর করছে।
দুদিন পর ব্যাপারটি সম্পর্কে তিনি পুরোপুরি নিশ্চিত হলেন। কোন কিছু চুরি হওয়ার আগেই চোরটিকে ধরার জন্য তিনি একজন গোয়েন্দার সাথে যোগাযোগ করে সবকিছু খুলে বললেন। গোয়েন্দা এসে ফ্ল্যাটের চারপাশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে চোর ধরার জন্য ফ্ল্যাটের ভিতর অপেক্ষা করতে লাগলেন। কিন্তু এক সপ্তাহ পার হওয়ার পরও চোরের দেখা পাওয়া গেল না। গোয়েন্দা যখন পুরেপুরি হতাশ, ঠিক তখনই একদিন বিকেলবেলা একজন লোক ফ্ল্যাটের দরজায় নক্ করে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পর ভিতরে প্রবেশ করল।
ভিতরে গোয়েন্দাকে দেখতে পেয়ে "ওহ, আমি ভেবেছিলাম এটা বুঝি আমার ফ্ল্যাট"- একথা বলে ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য ঘুরে দাঁড়াল। ঠিক তখনই গোয়েন্দা বুঝতে পারলেন যে, এই ব্যাক্তিটিই চোর এবং তৎক্ষণাৎ তাকে ধরে ফেললেন। এই ব্যাক্তিটিই যে চোর, তিনি সেটা কিভাবে বুঝেছিলেন? [নিজের ফ্ল্যাট ভাবলে লোকটি দরজায় নক্ করত না। ]
39. পোলা কালে বস্ত্রধারী যৌবনে উলঙ্গ,
বৃদ্বকালে জটাধারী মাঝখানে সুড়ঙ্গ?
40. অনেক অনেক আগে দূরের কোন এক দেশের জনসাধারণের মধ্যে মানবদেহে বিষক্রিয়া সম্পর্কে একটি ধারণা প্রচলিত ছিল। ধারণাটি ছিল এরকম যে, "কেউ যদি বিষপান করে বা অন্য কোনভাবে বিষক্রিয়ায় আক্রান্ত হয়, তবে তার বাঁচার একমাত্র উপায় হচ্ছে যে বিষটি দ্বারা সে আক্রান্ত হয়েছে তার চেয়ে অধিক শক্তিশালী বা তীব্র একটি বিষ পান করা"।
এধরণের কোন পরিস্থিতির সম্মুখীন হলে যাতে কোন বিপদে পড়তে না হয় তাই দেশটির রাজা অত্যন্ত শক্তিশালী একটি বিষ পেতে চাইলেন। এ উদ্দেশ্যে তিনি দেশের সবচেয়ে বড় ঔষধবিদ এবং সবচেয়ে বুদ্ধিমান ব্যাক্তি দুজনকে ডেকে প্রত্যেককে এক সপ্তাহের মধ্যে একটি শক্তিশালী বিষ তৈরির নির্দেশ দিলেন। এক সপ্তাহ পর দুজনেই নিজের তৈরি করা বিষ নিয়ে হাজির হবে এবং একজন অন্যজনের তৈরি করা বিষ পান করার পর নিজের বিষটুকু পান করবে। এক্ষেত্রে দুজনের মধ্যে যার বিষ বেশি শক্তিশালী হবে সে বেঁচে থাকবে এবং অন্যজন মারা যাবে।
ঔষধবিদটি কোন সময় নষ্ট না করে কাজে লেগে গেল এবং একটি শক্তিশালী বিষ তৈরির জন্য কঠোর পরিশ্রম করতে লাগল।
কিন্তু বুদ্ধিমান লোকটি প্রথমেই বুঝে গেল সে যদি বিষ তৈরি করে এবং সেই বিষ নিয়ে হাজির হয় তবে তার বাঁচার কোন সম্ভাবনা নেই। কারণ, ঔষধবিদটি বিষ তৈরিতে তার চেয়ে অনেক বেশি পারদর্শী এবং ঔষধবিদের তৈরি করা বিষটি নিঃসন্দেহে সবচেয়ে শক্তিশালী হবে। তাই সে একটি প্ল্যান তৈরি করল যাতে সে বেঁচে থাকতে পারে এবং ঔষধবিদটি মৃত্যুবরণ করে।
কিন্তু ঔষধবিদটিও কম চালাক নয়। শেষ দিনে সে হঠাৎ করে উপলব্ধি করল যে, তার প্রতিদ্বন্দী যেহেতু দেশের সবচেয়ে বুদ্ধিমান ব্যাক্তি তাই সে এতক্ষণে এটা অবশ্যই বুঝে গেছে যে, ঔষধবিদের বিষটিই সবচেয়ে শক্তিশালী হবে এবং বেঁচে থাকার জন্য সে নিশ্চয়ই একটি প্ল্যান তৈরি করেছে।
কিছুক্ষণ চিন্তা করার পর সে বুদ্ধিমান লোকটির প্ল্যান বুঝতে পারল এবং সেও একটি প্ল্যান তৈরি করল।
নির্দিষ্ট সময়ে রাজা তাদের দুজনকে ডেকে বিষ পান করতে বললেন। দুজনেই পুরোপুরি প্রস্তুতি সহকারে এসেছিল। তাই রাজার নির্দেশ পাওয়া মাত্র তারা তা পালন করল। কিছুক্ষণের মধ্যেই বুদ্ধিমান লোকটি মারা গেল তবে ঔষধবিদটি বেঁচে থাকল।
অন্যদিকে রাজার উদ্দেশ্যও ব্যর্থ হল।
আপনাদের কাজ হচ্ছে, কার কী প্ল্যান ছিল এবং সেখানে আসলে কী ঘটেছিল সেই রহস্যের সমাধান করা। [বুদ্ধিমান লোকটির প্ল্যান ছিল রাজার কাছে যাওয়ার আগে একটি দূর্বল বিষ পান করে সঙ্গে করে পানি নিয়ে যাওয়া। সেখানে সে ঔষধবিদের নিয়ে যাওয়া শক্তিশালী বিষ পান করবে। ফলে সে বেঁচে থাকবে।
এরপর সে নিজের নিয়ে যাওয়া পানি পান করলেও এর কোন প্রতিক্রিয়া তার উপর হবেনা। অন্যদিকে ঔষধবিদটি বুদ্ধিমান লোকের নিয়ে যাওয়া পানি পান করার পর তার নিজের তৈরিকৃত বিষ পান করার কারণে মৃত্যুবরণ করবে। তার এই প্ল্যান ঔষধবিদটি বুঝে ফেলেছিল। তাই সেও সঙ্গে করে পানি নিয়ে গিয়েছিল। ফলস্বরূপ বুদ্ধিমান লোকটি দূর্বল বিষের ক্রিয়াতেই মৃত্যবরণ করে এবং ঔষধবিদটি দুবার পানি পান করার কারণে তার কোন সমস্যা হয়নি।
তাছাড়া দুজনেই যেহেতু সঙ্গে করে পানি নিয়ে গিয়েছিল তাই রাজাও কোন বিষ পায়নি। ]
41. এক সাগরে একটি জাহাজ চলছিল।
একসময় একটি ঝড় এসে জাহাজ ডুবিয়ে দিল।
জাহাজ থেকে তিনজন বেচে গেল।
এক কানা, এক বোবা এবং কানার স্ত্রী।
তারা ভাসতে ভাসতে একটি দ্বীপে পৌছুল।
সেই দ্বীপে এসেই তারা খাবার ও মানুষের সন্ধান করতে লাগল।
কোন খাবার ও মানুষ পেলনা তারা।
কোনরকমে দুদিন কাটানোর পর কানার স্ত্রী মারা গেল।
বোবা তা দেখতে পেল।
সম্মানিত পাঠক আপনারা বলুন তো বোবা কিভাবে কানাকে বুঝাবে যে কানার স্ত্রী মারা গেছে???????????????
42. একটি ঘরে ১০ জন লোক আছে। ১০ জনেরই উচ্চতা ভিন্ন, অর্থ্যাৎ কারও উচ্চতা সমান নয়। স্বভাবতই ঘরটিতে একজন মানুষ সবচেয়ে লম্বা এবং একজন মানুষ সবচেয়ে খাটো। ঘরটির প্রত্যেক মানুষ একে অন্যের সাথে হ্যান্ডশেক্ করতে চাচ্ছে, তবে একটি শর্ত মেনে চলে। শর্তটি হচ্ছে, তারা কেউই নিজের চেয়ে লম্বা মানুষের সাথে হ্যান্ডশেক্ করবে না।
প্রত্যেকে যদি এই শর্ত মেনে চলে একে অন্যের সাথে হ্যান্ডশেক্ করে, তবে ঘরটিতে হ্যান্ডশেক্ করার ঘটনাটি মোট কতবার ঘটবে? [একবারও না। কারণ, প্রতিটি লোক হ্যান্ডশেক্ করার জন্য নিজের চেয়ে খাটো লোকটির কাছে যাবে। কিন্তু শর্তানুযায়ী খাটো লোকটি তার চেয়ে লম্বা লোকের সাথে হ্যান্ডশেক্ করবে না। ]
43. একটি পরিবারে বাবা-মা, দুই ছেলে এবং দুই মেয়েসহ মোট ছয়জন সদস্য আছে। দুই ছেলে + এক মেয়ে vs বাবা - এই মারামারির খেলায় ১ম দল(দুই ছেলে + এক মেয়ে), ২য় দলের(বাবা) বিরুদ্ধে জয়ী হয়।
আবার, এক ছেলে + দুই মেয়ে vs মা - এই খেলায় ১ম দল(এক ছেলে + দুই মেয়ে), ২য় দলের(মা) কাছে পরাজিত হয়। তাহলে বাবা + মেয়ে vs মা + ছেলে - এই খেলায় কোন দল জয়ী এবং কোন দল পরাজিত হবে?
***উত্তরের সাথে ব্যাখ্যা দিতে হবে। *** [বাবা + মেয়ে vs মা + ছেলে
দুই দলের উভয়পক্ষে এক ছেলে এবং এক মেয়ে যোগ করলে পাওয়া যায়,
বাবা + মেয়ে + ছেলে + মেয়ে vs মা + ছেলে + ছেলে + মেয়ে
= (বাবা) + (এক ছেলে + দুই মেয়ে) vs (মা) + (দুই ছেলে + এক মেয়ে)
এবার আগের দুটি খেলার ফলাফল লক্ষ্য করলেই বুঝতে পারবেন, বাবা + মেয়ে vs মা + ছেলে - এই খেলায় ২য় দল জয়ী এবং ১ম দল পরাজিত হবে। ]
44. আপনি আপনার বন্ধুকে একটি গুরুত্বপূর্ণ জিনিস পাঠাতে চাচ্ছেন। জিনিসটি এতই গোপন যে আপনি চান না যে এটি অন্য কেউ দেখুক।
আপনার কাছে একটি বাক্স এবং একটি তালা আছে। কিন্তু তালাটির চাবি আপনার বন্ধুর কাছে নেই। তাই আপনি যদি জিনিসটি বাক্সে ভরে তালা লাগিয়ে পাঠিয়ে দেন, আপনার বন্ধু জিনিসটি দেখতে পারবে না। আবার আপনি যদি চাবিটি বাক্সের সাথে পাঠিয়ে দেন তাহলে যে কেউ বাক্স খুলে জিনিসটি দেখতে পারবে। তাহলে আপনি আপনার বন্ধুকে জিনিসটি কিভাবে পাঠাবেন? [আপনি বাক্সটি তালাবন্ধ করে পাঠিয়ে দিন।
আপনার বন্ধু সেই তালাটির সাথে অন্য একটি তালা লাগিয়ে আপনার কাছে পাঠিয়ে দিবে। এবার আপনি আপনার তালাটি খুলে রেখে বাক্সটি আবার পাঠিয়ে দিন। এখন আপনার বন্ধু তালা খুলে জিনিসটি দেখতে পারবে। ]
45. এই মুহূর্তে ঘড়িতে ঘন্টা এবং মিনিটের কাঁটা ১ এবং ২ এর মাঝে অবস্থান করছে। কাঁটা দুটি যদি একটি অন্যটির উপরে থাকে তবে ঘড়িতে এখন কয়টা বাজে? [১২টা]
46. গতকাল দুপুর ২ টা থেকে ৩ টার মধ্যে আমার এক জায়গায় যাওয়ার কথা ছিল।
দুপুরবেলা তাড়াহুড়ো করে সময় দেখতে গিয়ে সামান্য ভুল করে ফেললাম। ঘন্টার কাঁটাটিকে মিনিটের কাঁটা এবং মিনিটের কাঁটাটিকে ঘন্টার কাঁটা হিসেব করায় ঘড়িতে সময় আসল সময়ের চেয়ে ৫৫ মিনিট কম দেখাল। তাহলে ঘড়িতে আসল সময় কত ছিল?[২ টা ৫ মিনিট। কিন্তু উল্টো হিসেব করায় আমি দেখেছিলাম ১ টা ১০ মিনিট। তাহলে সময়ের পার্থক্য হল ৫৫ মিনিট।
]
47. ডিসেম্বরের ৩১ তারিখে আপনি দুটি এ্যানালগ ঘড়ি (analogue clock) ঠিক টাইমে সেট করলেন। এদের একটি ঘড়ি প্রতি ঘন্টায় ১মিনিট ফাস্ট হয়ে যায়, আর অপরটি প্রতি ঘন্টায় ২মিনিট স্লো হয়ে যায়।
প্রশ্নঃ ১/ কখন আবর এই ঘড়ি দুটি একই সময় দেখাবে? ব্যাখ্যা করুন। প্রশ্নঃ ২/ কখন আবর এই ঘড়ি দুটি সঠিক সময় দেখাবে? ব্যাখ্যা করুন। [উত্তরঃ ১/ ১০ দিন পরে রাত ১২টায়।
দুটি ঘড়িতেই সময় দেখা যাবে ৪টা।
ব্যাখ্যাঃ ১ম ঘড়িতে সময় বেরে যাবে (১০দিন*২৪ঘন্টা*১মিনিট)= ২৪০মিনিট বা (২৪০মিনিট/৬০মিনিট)= ৪ঘন্টা। অতএব ১০দিন পর রাত ১২টায় ঘড়িটিতে সময় দেখাবে (১২টা+৪ঘন্টা)= ৪টা। আবার ২য় ঘড়িতে সময় কমে যাবে (১০দিন*২৪ঘন্টা*২মিনিট)= ৪৮০মিনিট বা (৪৮০মিনিট/৬০মিনিট)= ৮ঘন্টা। অতএব ১০দিন পর রাত ১২টায় ঘড়িটিতে সময় দেখাবে (১২টা-৮ঘন্টা)= ৪টা।
উত্তরঃ ২/ ৩০ দিন পরে রাত ১২টায়। দুটি ঘড়িতেই সময় দেখা যাবে ১২টা।
ব্যাখ্যাঃ ১ম ঘড়িতে সময় বেরে যাবে (৩০দিন*২৪ঘন্টা*১মিনিট)= ৭২০মিনিট বা (৭২০মিনিট/৬০মিনিট)= ১২ঘন্টা। অতএব ৩০দিন পর রাত ১২টায় ঘড়িটিতে সময় দেখাবে (১২টা+১২ঘন্টা)= ১২টা। আবার ২য় ঘড়িতে সময় কমে যাবে (৩০দিন*২৪ঘন্টা*২মিনিট)= ১৪৪০মিনিট বা (১৪৪০মিনিট/৬০মিনিট)= ২৪ঘন্টা।
অতএব ৩০দিন পর রাত ১২টায় ঘড়িটিতে সময় দেখাবে (১২টা-২৪ঘন্টা)= ১২টা। ]
48. একটি মরুভূমি শুধুমাত্র পায়ে হেঁটে পার হওয়া সম্ভব এবং সেটা পার হতে ৬ দিন সময় লাগে। সেই মরুভূমির অভিযাত্রীরা সর্বোচ্চ ৪ দিনের খাবার সাথে নিতে পারেন। আপনি সেই মরুভূমির অভিযাত্রী হয়ে সবচেয়ে কম কতজন সাহায্যকারী নিয়ে সেই মরুভূমি পার হতে পারবেন ?
শর্ত:-(যদি একজন অভিযাত্রী নিয়ে রওনা দেন তাহলে ২দিন পর ২জনের কাছেই ২দিনের খাবার এবং পানীয় থাকবে। সাহায্যকারী অভিযাত্রীর খাবার নিয়ে পরবর্তী ৪দিনে অভিযান শেষ করতে পারবেন,কিন্তু সাহায্যকারী খাবার এর অভাবে মরুভূমির মাঝে মারা পরবে -এরকম অমানবিক সমাধান গ্রহন যোগ্য নয়)।
49. একাউন্টেন্ট এবং লইয়ারদের নিয়ে আয়োজিত একটি ব্যবসায়িক মিটিংয়ে আপনি উপস্থিত হয়েছেন। এই দুই পেশার মানুষদের সঙ্গে ব্যবসায়িক লেনদেন এবং পূর্ব অভিজ্ঞতা আপনি জানেন যে, একাউন্টেন্টরা সবসময় সত্য কথা বলে কিন্তু লইয়াররা সব বিষয়েই কিছু না কিছু মিথ্যা কথা বলে।
দুজন ভদ্রলোক আদম এবং আলী আপনার সাথে দেখা করলেন এবং নিজেদের পরিচয় দিতে গিয়ে আদম বললেন, “ আমি একজন লইয়ার কিন্তু আলী একজন একাউন্টেন্ট। ”
পূর্ব অভিজ্ঞতা থেকে আপনি যা জানেন তা থেকেই আপনাকে বুঝে নিতে হবে, দুজনের মধ্যে কে একাউন্টেন্ট আর কে লইয়ার। [আসলে আদম এবং আলী দুজনেই লইয়ার।
আদম বলেছিল, “আমি একজন লইয়ার”। আদম যদি একাউন্টেন্ট হতো তাহলে সে বলত “আমি একজন একাউন্টেন্ট”। কারন একাউন্টেন্টরা সবসময় সত্য কথা বলে। যেহেতু বাক্যের এই অংশটি আদম সত্য বলেছে, কাজেই বাক্যের দ্বিতীয় অংশটুকু সে মিথ্যা বলেছে। অর্থ্যাৎ আলীও একজন লইয়ার।
]
50. একটি পরিবারের পাঁচজন সদস্য নিজেদের পরিচয় দিতে গিয়ে নিম্নোক্ত বাক্যগুলো বলেছে। আপনাদের কাজ হচ্ছে কে কোন বাক্যটি বলেছে তা খুঁজে বের করা।
#১. “লতা আমার ননদ”
#২. “সুমি আমার স্।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।