কবঠ
৩ অক্টোবর জেল হত্য দিবস ও নিউজিল্যান্ডকে টাইগাররা করেছিল বাংলাওয়াশ। জাতী অধীর আগ্রহে আপনার মুখ থেকেই শুনতে চেয়েছিল জামাতবিএনপিওয়াশ। কিন্তু আপনি তার ধারে কাছেও গেলেন না। প্রতিটি বাক্যে নোবল শোনাতে হল আম্পিয়ারকে। ক্ষমতাবানদেরও মাঝে মাঝে বিনয়ী হতে হয়।
আর সেটা বড়রাই ছোটদের শেখায়। বেগম জিয়া মুর্খ উর্দু আর অংক ছাড়া কোন সাবজেক্টে পাশ করেননি সেটা তার ব্যাক্তিগত ব্যাপার। জনসভায় এই গুলি না বলে, আপনি যদি বলতেন আলোচনার দ্বার উন্মক্ত। প্রযোজনে আমি সরে দাড়াব। আপনারা হরতাল প্রত্যাহার করে আজই আসুন, আমরা অলোচনা করে, অন্তরবর্তীকালিন সরকারের রুপরেখা নিয়ে আলোচনা করি।
তাহলে হয়তো শান্তির একটা সুবাতাস বইলেও বইতে পারতো। আপনার হীন মনোবৃত্তি থেকে সেটা আপনি করতে পারলেন না। বরঞ্চ আগুনে ঘি ঢেলে দিলেন। আপনার চারপাশে যারা আপনাকে ঘিরে রেখেছে তাদের মানসিকতা নিয়ে সন্দেহ জাগছে তারা কি সত্যসত্যই আপনার ভাল চায় না আপনার পতন তরান্নিত করতে চায়। এই সব ঝুট ঝামেলায় আপনার বা বেগম জিয়ার কিছুই হবে না।
যা হবে সব আমাদের। বাজারে আক্রা। রাস্তায় মৃত্যু উৎপেতে আছে। সেদিন খুব বেশী দুরে নয় রাজনীতিবিদ দেখলেই জনগন গনধোলাই দেবে। এখনো সময় আছে পথে আসুন।
আলোচনা করে একটি রাস্তা বেড় করুন নচেৎ দেরী হয়ে গেলে আপনারা কেউ বাচবেন না। পাবলিকের মাইর দুনিয়ার বাইর। কথাটা মনে রাখা সবার জন্যই উত্তম।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।