এটিকে কেউ পাইরেসি বা প্রচারণা মূলক পোস্ট মনে করে বসবেন না। কিছুদিন আগে আল হেরা মাল্টিমিডিয়া হতে ফ্রিল্যান্সিং, ফটোশপ, এসইও, ওয়েব ডিজাইন, কম্পিউটার ট্রাবল শুটিং ইত্যাদি টিউটোরিয়াল গুলো কিনেছিলাম। এগুলো বেশ উন্নত মানের এবং কার্যকরী। প্রত্যেকটি টিউটোরিয়াল এ অনেক গুলো লেসন এবং প্রজেক্ট রয়েছে। এগুলোর মাধ্যমে নিশ্চিত ভাবেই হাজার হাজার টাকা দিয়ে কোর্স করা থেকে বাচা যাবে এবং অনেক ভাল কাজ শিখা যাবে।
ফ্রিল্যান্সার, ওডেস্ক, মাইক্রওয়ার্কার্স, গুগল অ্যাডসেন্স এবং টাকা উত্তোলন সংক্রান্ত বিস্তারিত।
ফটোশপ ডিভিডি টিতে রয়েছেঃ ফটোশপ এর ৭/৮/৯ এবং সিএস ৪ এর মাধ্যমে করা ২০ টি স্পেশাল প্রজেক্ট, ১০ টি সেরা প্লাগিন, ফটো রিটাচিং (নষ্ট ও পুরাতন ছবি ঝকঝকে করা), বই/ম্যাগাজিন এর কভার পেজ, পোষ্টার, বিজনেস কার্ড, পিএসডি টেম্পলেট তৈরি, ক্যালেন্ডার তৈরি ইত্যাদি এবং ফটোশপ এর বেসিক থেকে শুরু করে এডভান্স লেবেলের প্রজেক্ট সহ প্রায় ১০০ টি লেসন। এছারাও রয়েছে প্রিন্টিং এর উপর বিস্তারিত আলোচনা। সব প্রজেক্টের সোর্স ফাইল দেওয়া আছে।
অনপেজ অফটিমাইজেশান, অফপেজ অফটিমাইজেশান, লিঙ্ক বিল্ডিং, সোশ্যাল বুক মারকিং, ডিরেক্টরি সাবমিশন, ফোরাম পোস্টিং, সোশ্যাল নেটওয়ার্কিং, প্র্যাকটিক্যাল ফ্রিল্যান্সিং এর কাজ।
এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, ড্রিমওয়েভার, ডোমেইন হোস্টিং ইত্যাদি সহ আকর্ষণীয় এইচটিএমএল টেম্পলেট।
এসেম্বলিং, ডিসেম্বলিং, সেটআপ সহ হার্ডওয়্যার এবং সফটওয়্যার ট্রাবলশুটিং।
ভিডিও গুলোর রেজুলেশান বেশি তাই সাইজ ও বেশি। তা নাইলে নেটে আপলোড করে দিতাম।
টিটি আবার এ ধরনের পোস্ট ডিলিট করতে ওস্তাদ।
আগ্রহীরা দ্রুত নিচে কমেন্ট করে যোগাযোগ করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।