আমি চিন্তা করি সুতরাং আমি অস্তিত্বশীল
তুমি যদি ঐ বন্ধীদের কথা চিন্তা করতে পারো যারা তাদের সমগ্র জীবন শিকলে আটকা পড়ে থাকে। পুরাতন কোন পাহাড়ের নিচে নির্জন গুহার অন্ধকার দিকে ওদেরকে বন্ধী করে রাখা হয় অজস্র বছর ধরে।
একবার খুব গভীর ভাবে কল্পনা করার চেষ্টা করা যাক!
ওরা সবাই বন্ধী হয়ে আছে অনন্ত কাল ধরে। ঠিক যখন ওরা অনেক ছোট ছিল সেই সময়টা থেকে।
ওদের হাত পেছন দিক থেকে শিকলে দিয়ে বেঁধে রাখা হয়েছে।
আর তাই ওরা দেখতে পাচ্ছেনা, ওদের পিছনের প্রজ্বলিত অগ্নি কুণ্ড ( যা ওদের সামনের গুহার দেয়ালেটিতে আলো ফেলেছে) আর তার ঠিক সামনে দিয়ে চলে যাওয়া গুহায় প্রবেশ ও বাহিরের আঁকাবাঁকা একটি রাস্তা। প্রতিদিন গুহার দেয়ালের আলোতে দুর্বোধ্য আওয়াজ তুলতে তুলতে ওরা কিছু ছায়াকে চলে যেতে দেখে।
আসলে প্রতিদিন নিজেদের স্বপ্নের কথাগুলো বলতে বলতে গ্রামের লোকেরা এই পথ দিয়েই কাজকর্মের শেষে ঘরে ফেরে।
এখন যদি হটাত একদিন কোন আগন্তুক এসে ঐ বন্ধীদের মধ্য থেকে একজনকে গুহার বাইরের মুক্ত বাতাস আর আলো দেখাতে চায়, টেনে হিঁচড়ে তাকে বাস্তব সত্যটা দেখাতে নিয়ে যায়, তবে কেমন হবে?
সেই সদ্য মুক্তিপ্রাপ্ত লোকটির নিশ্চয়ই খুব ভালো লাগবে না? সে তার প্রতিদিনের নিয়মের বাইরে যেতে চাইবে কেনো? এত বছরের বন্ধী জীবনই তার কাছে বাস্তব। সূর্যের প্রখর আলোয় লোকটার চোখ ঝলসে যাওয়া সে মানতে চাইবে কেনো? হটাত আগত আগন্তুকের প্রতি নিশ্চয়ই মহা বিরক্তই হবে।
সে বলবে, হতচ্ছাড়া ভালোই ছিলাম। শুধু শুধু আমাকে কোথায় নিয়ে যাচ্ছিস?
কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর বন্ধীটি যখন বাহিরের জগত সম্পর্কে একটা বিস্ময়কর ঘটনার অভিজ্ঞতা লাভ করবে। যখন বুঝতে পারবে যে বাস্তব ব্যাপারগুলো আসলে কেমন। ছায়া এবং প্রতিধ্বনিগুলো আসলে কি ছিলো। তখন সে কেমন বোধ করবে? এবার সে নিশ্চয়ই এই নতুন আবিষ্কারটি সম্পর্কে জানাতে তার পুরাতন বন্ধুদের কাছে ফিরে যাবে? কিন্তু গুহার অন্য বন্ধীরা তাদের এই পুরাতন সাথীটিকে চিনতে পারবে কি? কারণ তাদের কাছে সে এখন একটি বিশাল ছায়া ছাড়া আর কিছু নয় আর তার কথাগুলোও তাদের কাছে ভীষণ দুর্বোধ্য।
বন্ধীদের কাছে ছায়া এবং দূর্বোধ্য প্রতিধ্বনিই বাস্তব। ওরা তাই সত্যটা বুঝতে পারেনা যতক্ষন না কোন আগন্তুক এসে তাদেরকে টেনে হিচড়ে বাস্তবতা বোঝাতে নিয়ে যায়।
এই হচ্ছে প্লেটোর 'Allegory of the Cave' যেখানে হটাত আগত আগন্তুকটি হচ্ছেন দার্শনিক নিজে। আর পুরো ঘটনায় হটাত মুক্তি পাওয়া মানুষটির এখন কি হবে? সে যেহেতু অন্যদের মুক্ত করতে অক্ষম হয়েছে তার জানা সত্যটা নিয়ে সে একা একা সাড়া জীবন কটিয়ে দেয় এবং সে চাইলেও তার আগের অবস্থায় ফিরে যেতে পারবেনা।
পড়ার পর ইউটিউবে প্রাপ্ত এই অসাধারণ ভিডিও লিংকটি দেখলে আশা করি আরো ভালোভাবে বুঝতে পারবেন : View this link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।