আমাদের কথা খুঁজে নিন

   

আফতাবনগর কুরবাননগর হলো কার স্বার্থে?

সুনামগঞ্জ শহরতলির ঐতিহ্যবাহী ইউনিয়ন আফতাবনগরের নাম বদল করে সম্প্রতি কুরবাননগর করা হয়েছে। ৬ অক্টোবর থেকে সরকারিভাবে কুরবাননগর নামটি কার্যকরের সিদ্ধান্ত দিয়ে গেজেট প্রকাশ করেছে সংশ্লিষ্ট সরকারি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে গুরুত্বপূর্ণ এ সিদ্ধান্তটি নেওয়ার সুপারিশ করা হয়েছে ইউনিয়নের সাধারণ মানুষকে পাশ কাটিয়ে। নাম পরিবর্তনের বিষয়টি জানাজানি হওয়ার পর পর ইউনিয়নজুড়ে সাধারণ মানুষের মধ্যে প্রতিবাদের ঝড় ওঠে। নাম পরিবর্তনের বিপক্ষে গ্রামে গ্রামে প্রতিবাদ সভা করছেন তারা।

আগের নাম বহাল রাখার দাবি জানিয়ে জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করেছেন। জানা যায়, আফতাবনগর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামে বাউল সাধক সৈয়দ শাহনূরের কুরবান শাহ নামে এক শিষ্য ছিলেন। কুরবান শাহর মৃত্যুর পর সেখানে একটি মাজার প্রতিষ্ঠা করেন তার ভক্তরা। ঐতিহাসিক ভিত্তি না থাকলেও শাহনূর-কুরবান শাহকে ঘিরে এলাকায় রয়েছে নানা কিংবদন্তি। সাধারণ মানুষ জানায়, আফতাবনগর ইউনিয়নের সরকারের এক সচিব কুরবান শাহর মাজারের ভক্ত।

এলাকায় এলে নিয়মিত সেখানে ফকিরি গানের আসর দেন তিনি।

ইউনিয়নবাসীর দাবি, ইউপি চেয়ারম্যান মাজারভক্ত ওই সচিবকে খুশি করতে সুনামগঞ্জের ঐতিহ্যের সঙ্গে মিশে যাওয়া গুরুত্বপূর্ণ জনপদটির নাম বদলের সুপারিশ করেছেন ঊধর্্বতন কর্তৃপক্ষের কাছে।

আর ঢাকায় বসে তদবির করে দ্রুত নাম বদলের সুপারিশটি কার্যকর করিয়েছেন মাজারভক্ত ওই সরকারি আমলা।

ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা, জেলার বিশিষ্ট শিক্ষাবিদ আবদুর রহীম বলেন, নাম পরিবর্তনের বিষয়টি আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না। তিনি বলেন, নামটি পরিবর্তনের ক্ষেত্রে কারও কারও অতিরিক্ত আগ্রহের বিষয়টি পরিলক্ষিত হয়েছে।

ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আঙ্গুর আলম বলেন, নাম পরিবর্তনের বিরুদ্ধে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমরা আন্দোলনে করছি। ইউনিয়নটিকে আগের নামে বহাল না করলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তার দাবি, ইউনিয়ন পরিষদ বিধিমতে কোনো ব্যক্তির নামে ইউনিয়ন পরিষদের নাম পরিবর্তনের বিধান নেই।

ইউপি চেয়ারম্যান আবুল বরকত বলেন, ইউনিয়নের আফতাবনগর গ্রামটি ১৯৯০ সালে পৌরসভার অন্তর্ভুক্ত হওয়ায় জনগণের আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে এবং পরিষদের সিদ্ধান্তের ভিত্তিতে নাম পরিবর্তনের প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে পাঠানোর পর আইনি প্রক্রিয়া মেনে নামটি পরিবর্তন করা হয়েছে। কাউকে খুশি করতে এমনটি করা হয়নি।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.