একটা ভালো জিনিস কিভাবে খারাপের দিকে যায়??একটা উদাহরণ দেই।যেমন '' নয় -ছয় ''।কিন্তু আপনি কয়েকবার উচ্চারণ করেন দেখবেন " ছ-নয়" (সিক্সটি নাইন) হয়ে গেছে।
মানুষের জীবনটা একি রকম অনবরত চেইন্জ হতেই থাকে।এই জন্যই বোধ হয় এত্ত তাড়াতাড়ি রুটিনটাও চেইন্জ হয়…কয়েক দিন ইনজয় করতে থাকুন দেখবেন আপ্নার লাইফের ৯৬টা বেজে গেছে।
ক্লাস সেভেন এইটে যখন পড়তাম তখন-
* রাত্রে অনেক পড়ে সকালে আবার রিভাইস ও দিতাম (আমার পড়ার স্বণযুগ)।
আর এখন ৮টায় কলেজ।
* ৭টা পঞ্চাশে উঠে হিসু,পটি,ব্রাশ কিছুই না করে আগে হাতে বই এর যায়্গায় ১টা মোবাইল নিয়ে ফেবুতে মেসেজ চেক করি (কোন মাইয়ায় রিপ্লাই করল কি না?),ব্লগে নতুন লেখাটায় কোন কমেন্ট আসলো কিনা?
জানি না এই " নয়-ছয় আর (৬৯)" কোনদিন যে শেষ হবে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।