আমাদের কথা খুঁজে নিন

   

কামনাগুলো আজ ঝরাফুল,



কামনাগুলো আজ ঝরাফুল, শাফিক আফতাব............ তুমি আজ নেই__তোমাকে ভালোবাসার চেয়ে কামনাগুলো আজ ঝরাফুল, কিংবা পত্রহীন বৃক্ষের মতোন আমি ঠাঁয় দাড়িয়েঁ অরণ্যবাড়িতে তোমাকে একদিন দেখোতো কেমন দেখাচ্ছিলো ভেজা নীল শাড়িতে একদিন বর্ষার বিকেলে হয়েছিলো মস্তবড় এক আনন্দিত ভুল।__ তুমি সেই ভুলের মাশুল নিয়েছিলে কত কত দিন একঘরে করে রেখেছিলে আমাকে কেমন কথাহীন __ চুরি করা ভৃত্যের মতোন আমি অপরাধের গ্লানী বুকে নিয়ে কতদিন কষ্টে পুড়েছি, ধুকে ধুকে মরেছি__হে আমার অনুপমা মেয়ে। পেয়ারা চুরি করার মতোন ছেলেবেলার কত মধুর স্মৃতি তোমার পেয়ারা বৃক্ষে ঢিল ছুঁড়োবার অপরাধে বন্ধ করেছিলে পত্রমিতালি কতদিন ব্যথায় বিহনে কেটে গেছে আমার, যন্ত্রণাকাতর যুবকরোগী, তাতেও কত ভালোবাসা ছিলো, কত মধু ছিলো,__হে অনুরাগি। তুমি আজ নেই__তবু আমি ভুলে করে সাজি__যেন কলেজযুবক আকাশের দিকে দেখি__কেমন পাখা মেলে চলে যায়__সাদা সাদা বক। ০৫.১১.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.