আমাদের কথা খুঁজে নিন

   

অডিও বুক প্রজেক্টঃ 'আরণ্যক' (প্রস্তাবনা)

অর্থ নয়, কীর্তি নয়...আরো এক বিপন্ন বিস্ময়/আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে

বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এর 'আরণ্যক' বেশ কয়েকবার শুরু করেও নানা কারণে শেষ করা হয়ে ওঠেনি। চতুর্থবারের মত আবার পড়া শুরু করলম। শুরু করেই মনে হল আমার মত এমন অনেকে নিশ্চয়ই আছেন যারা ইচ্ছা থাকার পরও এই অপূর্ব বইখানি সময়ের অভাবে হয়তো পড়ে উঠতে পারেন না। তাদের জন্য 'আরণ্যক' এর একটি অডিও বুক তৈরি করতে ইচ্ছা করল। যানজটের সময়টা গল্প শুনেই কাটুক না।

একটি বিষয় নিয়ে আমার কিঞ্চিত খেদ আছে। আমাদের এখানে কবিতা নিয়েই মূলত কণ্ঠের কাজ হয়ে থাকে। গদ্য নিয়ে কণ্ঠের কাজ প্রায় নেই। অনেক খুঁজে কাজী সব্যসাচী'র দু'খানি গল্প পাঠ আর দু'একখানা অন্যান্য গদ্য অডিও আকারে পেয়েছি। আমাদের গদ্য ভাণ্ডার অতি সমৃদ্ধ।

এই ভাণ্ডারকে অডিও আকারে উপস্থাপন করার সময় এসেছে। আমাদের অনেক রূপকথা, উপকথা হারিয়ে যাচ্ছে। বাচ্চারা পড়তে চায় না। এগুলো অডিও আকারে তাদের কাছে নিয়ে যেতে পারলে শুনবে না কেন। গল্প তো শোনারই জিনিস।

'আরণ্যক' এর 'প্রস্তাবনা' অংশটুকু ইউপিএল এর সংস্করণ থেকে পড়ার চেষ্টা করলাম। এটি অবশ্য একেবারেই প্রথম পাঠ। আবার পড়ব। প্রথম বার তো। তাই শেয়ার না করে থাকতে পারলাম না।

অডিও লিংক https://soundcloud.com/aytnihca/i3vvkfqrtmgj

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.