প্রথমবারের মতো এটিপি ওয়ার্ল্ড ট্যুর খেলতে নামা সুইজারল্যান্ডের ভাভরিঙ্কা সোমবার গ্রুপ 'এ' –এর ম্যাচে ৬-৩, ৬-৭, ৬-৩ গেমে হারান চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচকে।
এই গ্রুপে আরো আছেন দুই স্প্যানিয়ার্ড - শীর্ষ বাছাই রাফায়েল নাদাল ও ডেভিড ফেরার।
ওটু অ্যারেনায় গ্রুপ 'বি' এর ম্যাচে সাবেক মার্কিন ওপেন চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দেল পোর্তো ৬-৭, ৬-৩, ৭-৫ গেমে হারান ফ্রান্সের রিচার্ড গ্যাসকেকে।
এই গ্রুপের অপর দুই খেলোয়াড় সার্বিয়ার নোভাক জোকোভিচ ও সুইজারল্যান্ডের রজার ফেদেরার মুখোমুখি হবেন মঙ্গলবার।
প্রতি বছর র্যাঙ্কিংয়ের সেরা আট খেলোয়াড় দুই গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্ট অংশ নেয়। আর গ্রুপ পর্ব শেষে প্রতিটি গ্রুপের সেরা দুটি জন সেমি-ফাইনালে ওঠে।
চোটের কারণে এবার খেলতে পারছেন না ব্রিটেনের অ্যান্ডি মারে। তাই র্যাঙ্কিংয়ে নয় নম্বরে থেকেই ফেদেরার রেকর্ড টানা দ্বাদশবারের মতো টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।