আমাদের কথা খুঁজে নিন

   

Win or loose no matter Bangladesh forever

বাঙলাদেশ অমরদের দেশ। এ-দেশের প্রতি বর্গমিটার মাটির নিচে পাঁচ জন ক’রে অমরঘুমিয়ে আছেন।" <______হুমায়ুন আজাদ

এই যে আজ বাংলাদেশ হারলো তাতে কারো কিছু করার ছিলোনা আমরা খুব ভালো খেলে হেরেছি ভাগ্য আমাদের সহায়তা করে নি আমি জানি যখন ২ বলে ১৭ রান দরকার ছিলো তখনো অনেকেই আশা করেছিলো যে এই একটা নো বল হবে আর ছক্কা হবে আমরা ক্রিকেট পাগল জাতি কিন্তু না এইটা কিন্তু পাগলামি না এইটা হলো ক্রিকেটের প্রতি আমাদের টান আমাদের ভালোবাসা আবার বলা যেতে পারে এইটা আমাদের পাগলামিও হ্যাঁ ক্রিকেটের জন্য পাগলামি যেই দেশে মাঠে খেলে ১১ জন আর সাথে থাকে ১৬ কোটি মানুষের দোয়া তারা তো পাগলামি করবেই। সবসময় টিকেটের জন্য এতো হাহাকার থাকে রাত ৩ টা থেকে মানুষ লাইনে দাড়ায় সেটা নিয়ে আবার কারো অভিযোগও থাকে না। যদি টিকেট টা পাওয়া যায় তবে মনে হয় যেনো যুদ্ধ জয় করা হয়ে গেছে এটাই তো আমাদের ক্রিকেটের প্রতি ভালোবাসা সেই এশিয়া কাপে হেরেছে বাংলাদেশ দল কিন্তু কেঁদেছে ১৬ কোটি মানুষ এটাই তো পাগলামি আজ আমরা হেরেছি তো কি হয়েছে আজ পারিনি তো কাল পারবো আর পারিনি কে বলেছে আমরা নিউজিল্যান্ড থেকেও ভালো খেলেছি win or loose no matter bangladesh forever

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।