Peace cannot be kept by force. It can only be achieved by understanding- Albert Einstein
অস্ট্রেলিয়ার দক্ষিণপূর্ব প্রদেশে প্রায় ২২ হাজার হেক্টর জমিতে ছড়িয়ে পড়েছে দাবানল। শুক্রবার তাসমানিয়া প্রদেশের হোবার্টের কাছে এই আগুন প্রথম লাগে। তারপর ঝোড়ো ও শুকনো হাওয়ায় তা দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। আগুনে ইতিমধ্যেই পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ১০০টি বাড়ি। খোঁজ নেই ডুনালে শহরের ১০০ জন বাসিন্দার।
আবহাওয়াবিষয়ক দপ্তর জানিয়েছে, দেশটির ইতিহাসের উষ্ণতম ২০ দিনের মধ্যে পড়েছে এ বছরের প্রথম ছয় দিন। এবারই প্রথম টানা ছয় দিন ধরে (২ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত) দেশটির গড় তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের ওপর থেকেছে।
সরকারি সূত্র মতে, তাসমানিয়া অঙ্গরাজ্যে দাবানলে গত তিন দিনে শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাঁই হয়েছে। সেখানে আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তাসমানিয়া, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ভিক্টোরিয়া এবং রাজধানী ক্যানবেরাসহ নিউ সাউথ ওয়েলসের অন্যান্য অঞ্চলের নাগরিকদের আগুন জ্বালানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
দাবানলের ঝুঁকির মধ্যে রয়েছে দেশটির বৃহত্তম শহর সিডনিও।
গতকাল দুপুর নাগাদ নিউ সাউথ ওয়েলসের উপকূলীয় এলাকার গড় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যায়। এরপর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রাজ্যের তাপমাত্রা ৪৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এবং রাজধানী ক্যানবেরায় ৪৩ ডিগ্রি হতে পারে। এ রাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চল ও উপকূলীয় এলাকাজুড়ে দাবানল ছড়িয়ে পড়েছে। তবে সবচেয়ে ব্যাপক আকার ধারণ করেছে ক্যানবেরার আশপাশের এলাকায়।
নিউ সাউথ ওয়েলসের চারটি এলাকা আইলাওয়ারা, শলহ্যাভেন. সাউদার্ন রেঞ্জেস এবং রিভেরিনাকে সবচেয়ে অগ্নিদুর্যোগপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
উল্লেখ্য, অস্ট্রেলিয়ায় ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত গ্রীষ্মকাল। এ সময় উচ্চমাত্রায় তাপপ্রবাহের কারণে প্রতিবছরই কম-বেশি দাবানলের ঘটনা ঘটে। ২০০৯-এ অস্ট্রেলিয়ায় দাবানলে মারা গিয়েছেন প্রায় ২০০ জন। নিয়ন্ত্রণ করা না গেলে এবারের দাবানলও তেমনই আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র : সিডনি মর্নিং হেরাল্ড, টেলিগ্রাফ।
মুল লিখা: ফেসবুক গ্রুপ : আমরা প্রবাসে থাকি কিন্তু মনে প্রানে আমরা বাংলাদেশী।
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।