ধর্ম নিয়ে লিখিতে অনন্তর প্রচেষ্টা থেকে এই ব্লগ লিখা।
তুর কি দিলবর মুজে রোনে নেহি দেতে
নুর কি মছদর মুজে রোনে নেহি দেতে
অর্থঃ তুর পাহাড়ের প্রিয় ব্যক্তিত্ব(মুসা আঃ) আমাকে ক্রন্দন করতে দিচ্ছে না। নুরের উৎস(নবী সঃ) আমাকে ক্রন্দন করতে দিচ্ছে না।
দাফিয়ে খঞ্জর মুজে রোনে নেহি দেতে
শাফিয়ে মাহশর মুজে রোনে নেহি দেতে
অর্থঃ উত্তলিত তরবারি বাধাপ্রদানকারী(নবী সঃ) আমাকে ক্রন্দন করতে দিচ্ছে না। হাশরের ময়দানে আমার সুপারিশকারী মাকে ক্রন্দন করতে দিচ্ছে না।
যামিনে কাউসার মুজে রোনে নেহি দেতে
খাযিনে গউহার মুজে রোনে নেহি দেতে
অর্থঃ হাউযে কাউসারের জামিনদার আমাকে ক্রন্দন করতে দিচ্ছে না। মুক্তামালার সংরক্ষক নবী সঃ আমাকে ক্রন্দন করতে দিচ্ছে না।
রাওযানে দিলবর মুজে রোনে নেহি দেতে
দুশমনে আবতর মুজে রোনে নেহি দেতে
অর্থঃ অন্তরের ক্ষত আমাকে ক্রন্দন করতে দিচ্ছে না। শিকড় কাঁটা দুশমন আমাকে ক্রন্দন করতে দিচ্ছে না।
ফাতেহে খাইবার মুজে রোনে নেহি দেতে
নাসেহে হায়দার মুজে রোনে নেহি দেতে
অর্থঃ খাইবার বিজেতা(আলি রাঃ) আমাকে ক্রন্দন করতে দিচ্ছে না।
উপদেশদাতা হায়দারে কাররার আমাকে ক্রন্দন করতে দিচ্ছে না।
আপকা দরপর মুজে রোনে নেহি দেতে
বেওয়াফা ইয়ারো মুজে রোনে নেহি দেতে
তাঁর পরিপূর্ণ জমকালো তোরণ আমাকে ক্রন্দন করতে দিচ্ছে না। অবিশ্বাসী বন্ধু আমাকে ক্রন্দন করতে দিচ্ছে না।
হাফিয ওয়া আকবর মুজে রোনে নেহি দেতে
মুরশেদে বরতর মুজে রোনে নেহি দেতে
অর্থঃ হাফিয সিরাজি ও আকবর ইলাহাবাদি আমাকে ক্রন্দন করতে দিচ্ছে না। উচ্চ মর্যাদার অধিকারী মুরশিদ (হাফিয মুনিরুদ্দিন রঃ) আমাকে ক্রন্দন করতে দিচ্ছে না।
হাসরাতান জী ভর মুজে রোনে নেহি দেতে
হিজরতি জু ঘর মুজে রোনে নেহি দেতে
অর্থঃ আমার আক্ষেপ! উজাড় মন আমাকে ক্রন্দন করতে দিচ্ছে না। আমার পরিত্যক্ত গৃহ(ইহজগত) আমাকে ক্রন্দন করতে দিচ্ছে না।
মোহরেমে দাওয়ার মুজে রোনে নেহি দেতে
যমযমে আশহার মুজে রোনে নেহি দেতে
অর্থঃ আস্তাভাজন ন্যায় বিচারক আমাকে ক্রন্দন করতে দিচ্ছে না। প্রখ্যাত যমযম আমাকে ক্রন্দন করতে দিচ্ছে না।
গুম্বদে আখযর মুজে রোনে নেহি দেতে
আপ কা মিম্বর মুজে রোনে নেহি দেতে
অর্থঃ সেই সবুজ গম্বুজ আমাকে ক্রন্দন করতে দিচ্ছে না।
হুযুর সঃ-র মিম্বার আমকে ক্রন্দন করতে দিচ্ছে না।
জলওয়ায়ে মাহবুব হ্যায় ইয়ে জলওয়ায়ে বারী।
হামেদে সরয়ার মুজে রোনে নেহি দেতে।
অর্থঃ সাইয়িদ আব্দুল বারী শাহ জলওয়া হল প্রিয় বান্দার জলওয়া! আনন্দদানকারী আমার দাদাপীর হযরত হাফিয হামেদ হাসান আলাভি আমাকে ক্রন্দন করতে দিচ্ছে না।
বোল গেয়ে সুরায়ে ইউসুফ করো আয কর
উয়ো রুয়া পরওয়ার মুজে রোনে নেহি দেতে
অর্থঃ তিনি সুরা ইউসুফের ব্যাখ্যা বিশ্লেষণের উপদেশ দিয়ে গেছেন।
সেই পশমি পোশাকধারী মহান ব্যক্তিত্ব(দাদাপীর হযরত হাফিয হামেদ হাসান আলাভি) আমাকে ক্রন্দন করতে দিচ্ছে না।
বন্দায়ে আলতাফ কু বস আউলিয়া সোলতান
যর চেহ ত্বমা যর মুজে রোনে নেহি দেতে
অর্থঃ বান্দাহ আলতাফের জন্য সুলতানুল আউলিয়া হাফিয মুনিরুদ্দিনই যথেষ্ট! স্বর্ণ কী? স্বর্ণের চেয়েও মূল্যবান বস্তুর লোভই আমাকে ক্রন্দন করতে দিচ্ছে না।
শোকরে খোদা ইয়ে তু অয়াফা হযরত সালেক
আপ তু মর কর মুজে রোনে নেহি দেতে
অর্থঃ হে সালিক(ইলমে মারেফাতের জগতে সফরকারী)! আল্লহর শোকর এটিই হচ্ছে ওয়াদার পরিপূর্ণতা। আপনি ইন্তিকাল করেও আমাকে ক্রন্দন করতে দিচ্ছে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।