স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেছেন, হরতালে নাশকতাকারীদের বিরুদ্ধে আইন করে ব্যবস্থা নেয়া হবে। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ আওয়ামী ফোরাম কেন্দ্রীয় কমিটি আয়োজিত 'জাতীয় চার নেতার ৩৮তম শাহাদাৎ বার্ষিকী ও সেনাহত্যা দিবস স্মরণে দোয়া অনুষ্ঠান, গণভোজ' শীর্ষক আলোচনাসভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হরতালের সময় গাড়িতে আগুন দিয়ে পোড়ানো, ককটেল বিস্ফোরণ, রোগীবাহী গাড়িতে বাধাসহ নানা নাশকতা প্রতিরোধে সরকার আইন করার কথা ভাবছে।
সংগঠনের সভাপতি মো. এমরান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো অংশ নেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, আবুল কালাম আজাদ এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. খায়রুজ্জামান লিটন, তানভীর শাকিল জয় এমটি, সিমির হোসেন রিমি এমপি প্রমুখ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।