আমাদের কথা খুঁজে নিন

   

হ্যাজার্ডকে মরিনিয়োর শাস্তি

হাজার্ড না থাকলেও শালকের বিপক্ষে জিততে কোনো সমস্যা হয়নি চেলসির। জার্মানির দলটিকে ৩-০ গোলে হারিয়েছে তারা।
ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে হ্যাজার্ডকে বাদ দেয়ার কারণ জানাতে গিয়ে মরিনিয়ো বলেন, “মিথ্যে বলতে চাই না। সে অসুস্থ নয়। সে সময় ভুলে গিয়েছিল।


তবে দল থেকে বাদ দেওয়ার মতো কঠিন শাস্তি দিলেও হ্যাজার্ডের উপর খুব বেশি ক্ষুব্ধ নন মরিনিয়ো।
“আমার কাছে সে শিশু আর শিশুরা তো ভুল করবেই। সেক্ষেত্রে ছেলেকে শিক্ষা দিতে বাবাকে বেশ চালাক হতে হয়। ”
ইউরোপ সেরার মঞ্চে এদিন মাঠে নামতে না পেরে স্বাভাবিকভাবেই যে দারুণ হতাশ হ্যাজার্ড তাও জানান ‘স্পেশাল ‌ওয়ান’ নামে পরিচিত মরিনিয়ো। তাই ‘সন্তান’কে স্বান্তনা দিতে জানিয়ে দিলেন “তাকে ছাড়াই আমরা জিতেছি আর শনিবার সে দলে ফিরবে।

এই গল্পের শেষ এখানেই। ”
হ্যাজার্ডকে শাস্তি দিয়ে দলের সবার প্রতিই একটা হুশিয়ারির বার্তাই ছুড়লেন পর্তুগিজ এই কোচ। সবার আগে দল, কেউই মহামূল্যবান নয়। আর নিয়ম ভাঙ্গলে যে কাউকে ছেটে ফেলতে দ্বিধা করবেন না তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.