এটা আমার রাজত্ব
৫ এপ্রিল, ২০০৯ এ বিবিএ কোর্স আরম্ভ করেছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। আজ প্রায় সাড়ে চার বছর পর বিবিএ কোর্স শেষ হল। আজ ৮ম সেমিস্টারের শেষ পরীক্ষা দিয়ে এলাম বাসায়। ইন্টারনশিপ শুরু হবে রবিবার থেকে। চেয়ারম্যান স্যার একটা গ্যাড়াকলে না ফেললে হয়তো প্রাইম ব্যাঙ্কে ইন্টার্ন করতাম।
স্যার বলেছে ২ মাসে ইন্টার্ন শেষ করতে হবে। আর প্রাইম ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৩ মাস ইন্টার্ন না করলে সার্টিফিকেট দেবেনা। অবশেষে জনতা ব্যাঙ্কে আপ্লাই করে ছিলাম। এখন এখানেই ফাউ কামলা দিতে হবে। শেখার তো কিছুই নাই।
মোদ্দা কথা টাইম পাস।
চাকরীর চিন্তা ভাবনাও মাথায় ঘুরপাক খাচ্ছে। তবে পার্ট টাইম চাকরী পাব কোথায়। আপনারা কি বলেন কোনটা ভাল হবে। ফুল্টাইম চাকরীর চেষ্টা করব না এই টাইম পাস ইন্টার্নশিপ করে আরও আলসে হব?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।