টিউনার ভাইয়ারা আমি যে কয়েকটা পোষ্ট করেছি সবগুলুই হেল্প চেয়ে। বেসিক্যালি কিছু জানাতে পারিনি আজ পর্যন্ত। তো আজ এমন একটা জিনিস নিয়ে হাজির হলাম যেটা হয়ত কেউ জানেনা।
যাই হোক কাজের কথায় আসি,
আমরা টুইটার ফ্যান বাড়াতে টুইন্ডস ডট কম,ফেসবুকের জন্য ফ্যানস্লেব ইউজ করে থাকি। কিন্তু এগুলাতে ফেসবুক ফলোয়ার পাওয়া যায়না।
আমি আজ আপনাদের যে ওয়েব সাইটটার সাথে পরিচয় করিয়ে দিবো সেটা থেকে আপনারা নির্দিষ্ট ছবি/পোষ্টে লাইক বা কমেন্ট বাড়াতে পারবেন।
আমি প্রথমে কাজের ধাপ বলি,
-প্রথমে http://goo.gl/bhmtvF গিয়ে রেজিষ্টেশন করার পর ইমেইল ভেরিফাই করে নেন।
-তারপর Add And Manage Pages এ ক্লিক করে আপনার লিঙ্ক অ্যাড করুন। লাইক বা ফলোয়ার যদি খুব ইমারজেন্সি নাহয় তাহলে পয়েন্ট সর্বনিম্ন ৬ দিন।
-এরপর Social Media Exchange ফেবু পেজ লাইক করে/ ছবি লাইক করে/ ফলো করে/ কমেন্ট করে ক্রেডিট বাড়ান।
আর এদিকে আপনার লাইক বারতে থাকবে।
-বলে রাখা ভালো যে, এই কাজের জন্য ফেক আইডি বা নতুন আইডি ব্যাবহার করাই শ্রেয়।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন।
ফেসবুকে আমি: http://facebook.com/rolly12345
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।