টেন্ডুলকার-জ্বরে ভুগছে কলকাতা, গোটা ভারত-ই। শহরজুড়ে শচীনের পোস্টারে ছেয়ে গেছে। ইডেন গার্ডেনের মেইন গেটেও মোমের মূর্তি ক্রিকেট ঈশ্বরের। কিন্তু সেই শচীনই তো ব্যাট হাতে ব্যর্থ। প্রথম ইনিংসে করেছেন মাত্র ১০ রান।
তাতে কী? আগের দিন দারুণ এক উইকেট নিয়ে লিটল মাস্টার ইডেন গার্ডেনের দর্শকদের আনন্দে ভাসিয়েছেন। তাছাড়া উৎসব উৎসব ভাব তো শচীনের ব্যাটিংয়ের ওপর নির্ভরশীল নয়। ব্যাটিং জিনিয়াসের বিদায়ী সিরিজ বলেই এত আয়োজন। তাছাড়া শুধু শচীন কেন, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের পুরো টপ অর্ডারই ব্যর্থ। ক্যারিবীয়দের দেওয়া ২৩৪ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ৮৫ রানেই পাঁচ উইকেট পড়ে যায় ভারতের।
উৎসবের ফাঁকেও ইডেনের দর্শকের মনে ভর করেছিল আতঙ্ক! কিন্তু দিনশেষে সেই আতঙ্কও আনন্দে রূপ নিয়েছে। রোহিত-অশ্বিনের দাপুটে ব্যাটিংয়ে লিড নিয়েছে ভারত। স্বাগতিকরা এখন বড় স্কোরের পথে। দিনশেষে ভারতের স্কোর ৬ উইকেটে ৩৫৪ রান।
মজার ব্যাপার হচ্ছে, শচীনের এই ম্যাচে রেকর্ড গড়েছেন রোহিত শর্মা।
অভিষেক ম্যাচে দারুণ এক সেঞ্চুরি করেছেন বলেই নয়, টেস্ট ক্রিকেটের এই ১৩৬ বছরের ইতিহাসে অভিষেকে সেঞ্চুরির ঘটনা আরও ৯৭ বার ঘটেছে। এর আগে ১৩ জন ভারতীয় ব্যাটসম্যান অভিষেক ম্যাচে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখিয়েছেন। কিছুদিন আগে শেখর ধাওয়ান অভিষেকেই সেঞ্চুরি করেছেন। এই কৃতিত্ব সুরেশ রায়নারও ছিল। বীরেন্দর শেবাগ, সৌরভ গাঙ্গুলী, মোহাম্মদ আজহার উদ্দিনও এই কৃতিত্ব দেখিয়েছেন।
তারপরও অভিষেক সেঞ্চুরি অবশ্যই 'বিশেষ কিছু'। কিন্তু এটা মোটেও রেকর্ড নয়। রোহিত শর্মাই বিশ্বের একমাত্র ব্যাটসম্যান যিনি ১০০-এর বেশি ওয়ানডে ম্যাচ খেলার টেস্টে খেলার সুযোগ পেলেন। আগের ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেছেন রোহিত। আর সেটি ছিল তার ১০৮তম ওয়ানডে।
দীর্ঘ এই প্রতীক্ষার পর অবশেষে টেস্টে অভিষেক হলো রোহিতের। এর আগে এই রেকর্ডটি ছিল সুরেশ রায়নার। তিনি ৯৮ ওয়ানডে পর টেস্ট ক্যাপ মাথায় পরেছিলেন। তার আগের রেকর্ডটি ছিল অসি ক্রিকেটার সাইমন্ডসের (৯৪ ওয়ানডে)। রেকর্ড গড়ে খেলতে নেমে প্রথম ইনিংসেই দারুণ এক সেঞ্চুরি।
১২৭ রান করে এখনো উইকেটে অপরাজিত রয়েছেন তিনি। ৯২ রানে অপরাজিত রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। সপ্তম উইকেটে এই দুই ক্রিকেটার ১৯৮ রানের অপরাজিত জুটি গড়ে ভারতকে নিয়ে যাচ্ছেন রানের পাহাড়ের দিকে। এই টেস্টের লাগাম অনেকটা টেনে ধরেছে ভারত।
কলকাতা টেস্টে রোহিতের সঙ্গে অভিষেক ঘটেছে পশ্চিমবঙ্গের পেসার সামি আহমেদের।
অভিষেক ম্যাচেই চার উইকেট নিয়ে সামি তার জাত চিনিয়েছেন। আর রোহিত শর্মা তো ভারতকে টেনে তুললেন খাদের কিনারা থেকে। ব্যাটিংয়ে কাল দ্রুত পাঁচ উইকেট পতনের পর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ৭৩ রানের জুটি গড়েন রোহিত। তারপর অশ্বিনের সঙ্গে জুটিতে লম্বা ইনিংস খেলে স্বাগতিকদের এনে দিলেন ১২০ রানের লিড। আজ আবার নতুন করে শুরু করবেন দুই ব্যাটসম্যান।
ভারতের পতন ঘটা ছয় উইকেটের চারটিই নিয়েছেন শিলিংফোর্ড। এ জন্য ক্যারিবীয় স্পিনারকে ৪১ ওভার বোলিং করতে হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।