আমাদের কথা খুঁজে নিন

   

বাস ধর্মঘট দুপুর ১২টা পর্যন্ত

ধর্মঘটের কারণে সকাল থেকে কোনো বাস চলছে না রাজধানীতে, চলছে না দূরপাল্লার কোনো বাস। ফলে ছুটির দিনে যারা ঘর থেকে বেরিয়েছেন, বিড়ম্বনায় পড়তে হয়েছে তাদের।
সায়েদাবাদ পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খায়রুল মোল্লাকে হত্যার প্রতিবাদে এই বাস ধর্মঘট ডাকে ঢাকা পরিবহন মালিক সমিতি।
বৃহস্পতিবার সন্ধ্যায় মতিঝিলে ছুরিকাঘাতে নিহত খায়রুল ক্ষমতাসীন আওয়ামী লীগের ডেমরা থানা শাখার সাংগঠনিক সম্পাদকও ছিলেন।
ঢাকা পরিবহন সমিতি সায়েদাবাদ টার্মিনালে শুক্রবার দিনব্যাপী এবং মহাখালী ও গাবতলীতে দুপুর ২টা পর্যন্ত ধর্মঘট ডেকেছিল।


তবে ধর্মঘটের সময় কমিয়ে দুপুর ১২টায় তা শেষ করা হচ্ছে বলে সকালে জানিয়েছেন ঢাকা পরিবহন সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিভিন্ন পরীক্ষা এবং জনদুর্ভোগের কথা বিবেচনা করে ধর্মঘট দুপুর ১২টায় শেষ করার সিদ্ধান্ত হয়েছে। ”
দূরপাল্লার বাস মালিকদের সংগঠন ঢাকা পরিবহন সমিতি আন্তঃজেলা বাস ধর্মঘটের ঘোষণা দিলেও সকালে নগরবাসী বেরিয়ে ঢাকা শহরে চলাচলকারী বাসও দেখতে পাননি।
মতিঝিল-মোহাম্মদপুর রুটের মৈত্রী পরিবহনের পরিচালক বেলায়েত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালিক খুনের প্রতিবাদে এই কর্মসূচিতে তারাও একাত্ম। তাই রাজধানীতে কোনো বাস চলাচল করছে না।


তিন দিনের হরতাল শেষে দূরপাল্লার গাড়ি চলাচল শুরুর একদিনের মাথায় এই ধর্মঘট আহ্বানের ফলে সাপ্তাহিক ছুটির দিনে মানুষের দুর্ভোগ চরমে উঠেছে।
কেরানীগঞ্জের মমতাজ বেগম মহাখালীতে যাওয়ার জন্য সকালে বাসা থেকে বেরিয়ে কদমতলী বাস স্ট্যান্ডে গিয়ে জানতে পারেন গাড়ি চলছে না।
“অন্য কোনোভাবে মহাখালী যাওয়ার তেমন সামর্থ্যও নেই,” বলেন তিনি।
সকাল থেকে রাজধানীর বিভিন্ন টার্মিনালগুলোর সামনে পরিবহন শ্রমিকদের লাঠিহাতে অবস্থান দেখা যায়। অন্যদিকে বাস না পেয়ে ভিড় করে ছিল সাধারণ মানুষ।


সকাল পৌনে ৯টার দিকে ৬ নম্বর রুটের একটি বাস গুলশান থেকে মহাখালীতে পৌঁছলেই ধর্মঘটকারীরা এর ওপর চড়াও হয়। বাস বের করায় তারা চালককে লাঠি দিয়ে বেদম পেটায়।  
মিরপুর-মতিঝিল রুটের বিকল্প পরিবহনের কর্মকর্তা মো. মান্না বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা হরতালে গাড়ি বের করি। কিন্তু আজ (শুক্রবার) শ্রমিকরা কোনো গাড়ি বের করতে রাজি হচ্ছে না। ”
মোহাম্মদপুরে পরিবহন শ্রমিকদের বাসের পাশাপাশি টেম্পু ও লেগুনা চলালেও বাধা দিতে দেখা যায়।

তবে সিএনজি অটোরিকশা চলছে।
রাজধানীর তিনটি আন্তঃজেলা টার্মিনাল থেকে কোনো বাস সকাল থেকে ছাড়ছে না। কল্যাণপুর ও গোলাপবাগ থেকেও দূরগামী বাস চলছে না। এদুটি স্থানে দূরগামী অনেককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ধর্মঘটের কারণে সায়েদাবাদ থেকে  বৃহত্তর চট্টগ্রাম, সিলেট, নোয়াখালী, কুমিল্লা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।


মহাখালী ও গাবতলী থেকে ময়মনসিংহ এবং উত্তরাঞ্চল ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাসও ছেড়ে যায়নি।
সায়দাভিত্তিক বাস মালিকদের নেতা খায়রুল কী কারণে খুন হয়েছেন, সেবিষয়ে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায়নি। পুলিশ বলছে, তারা তদন্ত চালাচ্ছে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।